বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নন্দীগ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেকারকে দু'দিক থেকে পিষে দিল ২ বাস

নন্দীগ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেকারকে দু'দিক থেকে পিষে দিল ২ বাস

ট্রেকারকে দু'দিক থেকে পিষে দিল বাস।

সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন স্থানীয়রা। ট্রেকার থেকে আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়। এর পর গ্যাস কাটার এনে ট্রেকার থেকে চালকের দেহ উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থা গুরুতর।

নন্দীগ্রাম – চণ্ডীপুর সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষের পর বাসের নীচে ঢুকে গেল ট্রেকারের একাংশ। সেই ট্রেকারকে আবার পিছন থেকে ধাক্কা মারল আরেকটি বাস। বুধবার দুুপুরে এই ঘটনায় ট্রেকার চালকের মৃত্যু হয়েছে। ট্রেকারের যাত্রীদেরও অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার নন্দীগ্রামের ভেকুটিয়ার ঠাকুরচকে দুর্ঘটনাটি ঘটে। নন্দীগ্রামমুখি একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ট্রেকারটিকে পিছন থেকে ধাক্কা মারে আরেকটি বাস। যার জেরে ট্রেকারটি বাসের নীচে ঢুকে যায়।

সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন স্থানীয়রা। ট্রেকার থেকে আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়। এর পর গ্যাস কাটার এনে ট্রেকার থেকে চালকের দেহ উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থা গুরুতর। শরীরে একাধিক চোট লেগেছে তাদের। দুর্ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

প্রাথমিক তদন্তে অনুমান, পিছন থেকে ধাক্কা মারা বাসটির সঙ্গে রেষারেষি করছিল ট্রেকারটি। বেপরোয়া গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নন্দীগ্রামমুখি বাসটিকে ধাক্কা মারে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে বাজেয়াপ্ত করেছে তারা।

বন্ধ করুন