বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নিজেদের বাচ্চা বিক্রিই পেশে স্বামী স্ত্রীর, ধরা পড়লেন কাষ্ঠ ব্যবসায়ীর তৎপরতায়

নিজেদের বাচ্চা বিক্রিই পেশে স্বামী স্ত্রীর, ধরা পড়লেন কাষ্ঠ ব্যবসায়ীর তৎপরতায়

বাঁ দিকে রাজেশ মণ্ডল। যার তৎপরতায় ধরা পড়েছে অভিযুক্তরা। ডান দিকে অভিযুক্তকেদের আদালতে পেশ করছে পুলিশ।

মাঝে সন্তান হয়েছে বলে কয়েকদিন ছুটিও নেন। এরই মধ্যে একদিন এক মহিলা রাজেশবাবুর কর্মশালায় এসে রাকেশ শর্মার সঙ্গে বিবাদ শুরু করেন। অভিযোগ করতে থাকেন, শিশু বিক্রির জন্য খরিদ্দার এনে দিলেও বখরা পাননি তিনি।

এক কাষ্ঠ কারবারির তৎপরতায় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ধরা পড়ল শিশু পাচারচক্র। চক্রে জড়িত অভিযোগে ২ মহিলা ও ১ পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা ২ লক্ষ টাকায় একটি সদ্যোজাতকে বিক্রি করেছে বলে অভিযোগ করেছেন রাজেশ মণ্ডল নামে ওই কাষ্ঠ ব্যবসায়ী। এই কারবারে আর কারা যুক্ত জানতে মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ।

রাজেশ মণ্ডল নামে কামালগাজির ওই কাষ্ঠ কারবারি জানিয়েছেন, তাঁর কাঠের কর্মশালায় রাকেশ শর্মা নামে এক সূত্রধর কাজ করতেন। মাস ছয়েক কাজ করেছেন তিনি। মাঝে সন্তান হয়েছে বলে কয়েকদিন ছুটিও নেন। এরই মধ্যে একদিন এক মহিলা রাজেশবাবুর কর্মশালায় এসে রাকেশ শর্মার সঙ্গে বিবাদ শুরু করেন। অভিযোগ করতে থাকেন, শিশু বিক্রির জন্য খরিদ্দার এনে দিলেও বখরা পাননি তিনি। এর পর রাকেশ ও আসমা বিবি নামে ওই মহিলাকে নরেন্দ্রুপুর থানায় নিয়ে যান তিনি। দায়ের করেন লিখিত অভিযোগ। এর পর তদন্তে নেমে নরেন্দ্রুপুর থানার পুলিশ রাকেশ শর্মা, তাঁর স্ত্রী নমিতা ব্যাপারী ও আসমা বিবিকে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০ বি ও জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশান অফ চিল্ডরেন ) অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ ৷ মঙ্গলবার বারুইপুর আদালতে পেশ করে ধৃতদের হেফাজতে নিয়েছে পুলিশ। এই চক্রে আর কারা যুক্ত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

 

বন্ধ করুন