বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কামালগাজিতে গয়নার দোকানে দুঃসাহসিক কেপমারি, ১৫০ গ্রাম সোনা নিয়ে পালাল ২ যুবক

কামালগাজিতে গয়নার দোকানে দুঃসাহসিক কেপমারি, ১৫০ গ্রাম সোনা নিয়ে পালাল ২ যুবক

গয়নার দোকানে ২ কেপমার।

উজ্জ্বল কর্মকার বলেন, ২ জন হিন্দিভাষী যুবক ক্রেতা সেজে দোকানে ঢোকেন। এর পর ১৫০ টাকা দিয়ে একটি রুপোর মাদুলি কেনেন তাঁরা। এর পর তারা সোনার লকেট দেখতে চান। দোকানির দেখানো লকেট পছন্দ হয়নি তাদের।

ক্রেতা সেজে ঢুকে গয়নার দোকানে কেপমারি। প্রায় ১৫০ গ্রাম সোনা নিয়ে পালাল চোর। নরেন্দ্রপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, দুষ্কৃতীকে সনাক্ত করা গিয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজি মোড়ের গাঙ্গুলি মার্কেটে মঙ্গলবার বিকেলে এই কেপমারির ঘটনা ঘটে। দোকানের মালিক উজ্জ্বল কর্মকার বলেন, ২ জন হিন্দিভাষী যুবক ক্রেতা সেজে দোকানে ঢোকেন। এর পর ১৫০ টাকা দিয়ে একটি রুপোর মাদুলি কেনেন তাঁরা। এর পর তারা সোনার লকেট দেখতে চান। দোকানির দেখানো লকেট পছন্দ হয়নি তাদের। 

‘বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা যাবে না’‌, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

এর পর দোকানিকে ড্রয়ার খুলতে বলে তারা। তার আগে কোনওভাবে তারা অবশ করে ফেলে উজ্জ্বলবাবুকে। গয়না দেখানোর সময় ড্রয়ারে হাত ঢুকিয়ে ১৫০ গ্রাম ওজনের একটি সোনার বাট পকেটে ভরে পালায় ২ জন। দোকান থেকে বেরিয়ে আর তাদের খোঁজ পাননি উজ্জ্বলবাবু। খোয়া যাওয়া সোনার দাম প্রায় ৭.৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি।

এর পর নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন তিনি। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। সেই ছবি দেন তদন্তকারীদের। তাতে দেখা যাচ্ছে ২ যুবক কী ভাবে দোকানিকে প্রভাবিত করে হাতসাফাই করেন। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানা। তদন্তকারীরা জানাচ্ছেন, সিসিটিভি ফুটেজ দেখে ২ অভিযুক্তকে সনাক্ত করা গিয়েছে।

বন্ধ করুন