বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রামপুরহাট কাণ্ডে তৎপর শিশু সুরক্ষা কমিশন, রিপোর্ট চাওয়া হল বীরভূমের এসপির কাছে

রামপুরহাট কাণ্ডে তৎপর শিশু সুরক্ষা কমিশন, রিপোর্ট চাওয়া হল বীরভূমের এসপির কাছে

বগটুই গ্রামের একটি বাড়িতে আগুন লাগার পরের দৃশ্য।

রামপুরহাট কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্যে। ইতিমধ্যেই এই ঘটনায় তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার এনিয়ে সক্রীয় হয়ে উঠেছে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনও।সুত্রের খবর, ঘটনার পরেই বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে চিঠি পাঠিয়েছে কমিশন। ঘটনার দ্রুত তদন্ত করে শিশু সুরক্ষা কমিশন পুলিশকে রিপোর্ট দিতে বলেছে কেন্দ্রীয় রামপুরহাটে বগটুইতে মৃতদের মধ্যে রয়েছে মহিলা এবং শিশুও। তাই কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন এ বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে তৎপর হয়ে উঠেছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কী ব্যাবস্থা নিয়েছে? পাশাপাশি গ্রামের অন্যান্য শিশু ও মহিলাদের সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সমস্ত বিষয়ে জানতে চেয়েছে শিশু সুরক্ষা কমিশন। মঙ্গলবারই এবিষয়ে পুলিশকে চিঠি দিয়েছে কমিশন। ৭২ ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কমিশনের চিঠিতে এই ঘটনাকে ‘উগ্রপন্থী’ বলে উল্লেখ করা হয়েছে। তাতে আরও উল্লেখ করা হয়েছে, ক্ষমতার স্বার্থে যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে তারফলে শিশু ও মহিলাদের বলি হয়েছে।

প্রসঙ্গতও, রামপুরহাট কাণ্ডের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। পাশাপাশি এলাকা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আধিকারিকদের আসার কথা রয়েছে। ইতিমধ্যেই রামপুরহাট নিয়ে কলকাতা হাইকোর্টেও দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। ঘটনার তদন্তে সিটও গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সোমবার রাতে বীরভূমের বরশাল গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয়। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। বেশ কয়েকটি বাড়িতে অগ্নি সংযোগের ফলে মৃত্যু হয় কমপক্ষে ১০ জনের।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.