বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ট্রাফিকে ট্রান্সফার করে দেব, পুলিশকে হুঁশিয়ারি ভাঙড়ের ISF বিধায়ক নওসাদ সিদ্দিকর

ট্রাফিকে ট্রান্সফার করে দেব, পুলিশকে হুঁশিয়ারি ভাঙড়ের ISF বিধায়ক নওসাদ সিদ্দিকর

আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি

এদিন নওসাদকে বলতে শোনা যায়, ‘তুমি আজকে এখানে সেজবাবু, মেজবাবু, বড়বাবু রয়েছো। ভাবছো, কাল অন্য থানায় চলে যাব। ভাই আমার নাম নওসাদ সিদ্দিকি। এটা মনে রাখবেন।

এবার পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে। বেআইনি কাজ করলে পুলিশ আধিকারিকদের ট্রাফিক পুলিশে ট্রান্সফার করে দেওয়ার হুমকি দিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ভাঙড়ের ঘটকপুকুরে এক দলীয় সভায় একথা বলেন তিনি। পুলিশি নির্যাতনের কথা মানলেও ট্রান্সফার করে দেওয়ার হুমকিকে সমর্থন করেনি অন্য বিরোধী দলগুলি।

এদিন নওসাদকে বলতে শোনা যায়, ‘তুমি আজকে এখানে সেজবাবু, মেজবাবু, বড়বাবু রয়েছো। ভাবছো, কাল অন্য থানায় চলে যাব। ভাই আমার নাম নওসাদ সিদ্দিকি। এটা মনে রাখবেন। আইন বহির্ভূত কাজ করলে এখনে এনে ট্রাফিকে পোস্টিং করে দেব তাঁকে। তা সে যেখানেই তুমি ট্রান্সফার হও না কেন। ভাঙড়ে এসে শুধু হাত দেখাবে। এখন এত ফুটানি দেখাচ্ছে তো। ওখানে পৌঁছে দেব। এটা মাথায় রাখবে’।

আইএসএফ তৃণমূলের কোন্দলে বিধানসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড়। সম্প্রতি তৃণমূল নেতা মোদাস্সের হোসেন এক দলীয় সভায় উপস্থিত কর্মীদের কী করে ISF কর্মীদের মারতে হবে তার প্রশিক্ষণ দেন। বলেন, মাথায় মারলে মাথা ফাটবে। যার ফলে কেস হবে। হাঁটুতে বা পাছায় মারুন। পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই এই পরিস্থিতি হলে পরে কী হবে, ভেবে আশঙ্কিত স্থানীয়রা।

 

বন্ধ করুন