বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিধানসভায় আমার সঙ্গে একজন যুক্ত হতে চলেছেন, সাগরদিঘি নির্বাচন নিয়ে বললেন নওসাদ

বিধানসভায় আমার সঙ্গে একজন যুক্ত হতে চলেছেন, সাগরদিঘি নির্বাচন নিয়ে বললেন নওসাদ

গ্রেফতারির পর নওসাদ সিদ্দিকি।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘উপনির্বাচনে সাধারণ মানুষ ভোট দিচ্ছে। তৃণমূলের সন্ত্রাস, তাতে পুলিশের মদত, সব কিছুকে উপেক্ষা করেও সাধারণ মানুষ নিজে ভোট দিতে বুথের দিকে রওনা দিচ্ছে। কংগ্রেস জয়ের ব্যাপারে নিশ্চিত।

সাগরদিঘি উপনির্বাচনের ভোটগ্রহণের শেষ লগ্নে জয়ের ব্যাপারে প্রত্যয়ী জোটের নেতারা। একযোগে এদিন জয়ের ব্যাপারে নিশ্চিত বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও জেলবন্দি ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি। ওদিকে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোটগ্রহণ চলাকালীন প্রচারের অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

গত ২১ জানুয়ারি হিংসার ঘটনায় একটি মামলায় সোমবার ভাঙড়ের ISF বিধায়ক নওসাদ সিদ্দিকিকে এদিন বারুইপুর আদালতে পেশ করে পুলিশ। তখন নওসাদ সাংবাদিকদের বলেন, ‘ভোট হতে দেবে তো? ঠিকঠাক ভোট হলে বিধানসভায় আরও একজন আমার সঙ্গে যুক্ত হবেন।’

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘উপনির্বাচনে সাধারণ মানুষ ভোট দিচ্ছে। তৃণমূলের সন্ত্রাস, তাতে পুলিশের মদত, সব কিছুকে উপেক্ষা করেও সাধারণ মানুষ নিজে ভোট দিতে বুথের দিকে রওনা দিচ্ছে। কংগ্রেস জয়ের ব্যাপারে নিশ্চিত। কিছু তৃণমূল ও বিজেপি সমর্থকও কংগ্রেসকে ভোট দিচ্ছে। এখন দেখার বিষয় ব্যবধান কত হয়। সাগরদিঘি নির্বাচনে কংগ্রেস জয় নিশ্চিত করে ফেলেছে।’

সোমবার মুর্শিদাবাদে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন চলছে। এই নির্বাচনে লড়াই হচ্ছে ত্রিমুখি। তৃণমূল ও বিজেপির পাশাপাশি প্রার্থী দিয়েছে বাম – কংগ্রেস জোট।

 

বন্ধ করুন