নকশাল আন্দোলনের সূতিকাগৃহ নকশালবাড়িতে ভাঙা হল লেনিনের মূর্তি। নকশালবাড়ির বেঙাইজোতে লেনিনের প্রায় অর্ধশতক পুরনো মূর্তি রাতের অন্ধকারে ভেঙেছে কেউ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে CPIML. এর পিছনে দক্ষিণপন্থী শক্তির হাত রয়েছে বলে দাবি তাদের।
২০৬৭ সালের ২৫ মে বেঙাইজোতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আধাসেনা। গুলিতে ২ শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের স্মৃতিতে ঘটনাস্থলে মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন ও স্টালিনের মূর্তি স্থাপন করেছিল তৎকালীন CPIML নেতৃত্ব। মঙ্গলবার রাতে এর মধ্যে লেনিনের মূর্তিটি ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নকসালবাড়ি থানার পুলিশ। কে বা কারা মূর্তি ভেঙে জানতে তদন্তে নেমেছে তারা। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় CPIML নেতৃত্ব। দলের দার্জিলিং জেলা সম্পাদক পবিত্রমোহন সিংহ বলেন, এর পিছনে বিজেপি ও RSS-এর হাত রয়েছে। ২০১৮ সালে ত্রিপুরায় ক্ষমতায় আসার পর ওরা সেখানে লেনিনের মূর্তি ভাঙচুর করেছে। কিছুদিন হল দার্জিলিং জেলাতেও বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে। এই ঘটনায় ওদের মদত রয়েছে।
অভিযোগ অস্বীকার করে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, না জেনে বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। বিজেপি এই ধরণের ভাঙচুরের রাজনীতিতে সমর্থন করে না। পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বার করুক। আমরা সব রকম সাহায্য করব।