বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ডেলো পাহাড় কোন সাইড মে হ্যায়? এখানেই কি মিটিংটা? বেড়াতে গিয়ে আজও এই খোঁজ…

ডেলো পাহাড় কোন সাইড মে হ্যায়? এখানেই কি মিটিংটা? বেড়াতে গিয়ে আজও এই খোঁজ…

ডেলো পাহাড়কে ঘিরে এবারও উৎসাহ পর্যটকদের মধ্যে। সংগৃহীত ছবি, ফেসবুক

ডেলো শুধু ওই মিটিংয়ের জন্য নয়, পর্যটন ব্যবসায়ীদের দাবি, ৫৫৯০ ফুট উচ্চতায় থাকা ডেলো পাহাড়়ের আলাদা সৌন্দর্য আছে। রেলি উপত্যকা, তিস্তা নদী এই পাহাড় থেকেই দেখা যায়। সুন্দর একটা পার্কও আছে।

পুজোর ছুটিতে একেবারে গমগম করছে দার্জিলিং পাহাড়। আম বাঙালির চিরচেনা ডেস্টিনেশন। পাহাড়ের আনাচে কানাচে হাসি হাসি মুখে ঘুরছে ছাপোষা বাঙালি। আর তার সঙ্গেই ইতিউতি প্রশ্ন, আচ্ছা ডেলো পাহাড়টা কোন সাইড মে হ্যায় ? পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে গিয়েও আমবাঙালির আজও প্রশ্ন ওই যেখানে মিটিংটা হয়েছিল ওটা কোনদিকে?

আসলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয় ২০১২ সালের মার্চ মাসে এই ডেলো পাহাড়েই সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে মিটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়। পরবর্তী সময় এমনটাই দাবি করেছিলেন কুণাল ঘোষ। এনিয়ে নানা প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল সেই সময়। ২০১২ সালে এনিয়ে বোমা ফাটিয়েছিলেন বাম নেতা গৌতম দেবও। 

তারপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে।তবে আজও দার্জিলিং ম্যালে ঘুরতে এসে মনের কোণে উঁকি দিচ্ছে সেই ডেলো পাহাড়়ের কথা। এতদূর এলাম আর ওটা না দেখেই চলে যাব ?

ডেলো পাহাড় না গেলে যেন বেড়ানো সম্পূর্ণ হবে না গেরস্থ বাঙালির। ডেলো পাহাড় তো নয়, যেন চাঁদের পাহাড় দর্শন করতে যাচ্ছেন আমবাঙালি। তবে এ তো শুধু পাহাড় দেখা নয়, ওই ডেলো টুরিস্ট লজের ছবিটাও একবার তুলে আনা। অনেকে আবার লজে গিয়ে মুখ ফস্কে বলেও ফেলছেন, দাদা কোন ঘরমে ওই মিটিং হুয়া থা? অনেকে নাকি মিটিং হলের সোফায় বসে সেলফিও তুলে নিচ্ছেন। আর তার সঙ্গেই ক্যাপশন, এখানেই ওই মিটিংটা।

আসলে সারদার কৃপায় রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে কালিম্পংয়ের ডেলো পাহাড়। টাইগার হিলে সূর্যোদয় দেখে যেমন জীবন ধন্য় হয়ে যায় অনেকের, তেমনি ডেলো পাহাড়ের ওই মিটিং হল দেখলে যেন পাড়ায় ফিরে আরও কদর বাড়ে রাজনীতি প্রিয় আম বাঙালির।

তবে ডেলো শুধু ওই মিটিংয়ের জন্য নয়, পর্যটন ব্যবসায়ীদের দাবি, ৫৫৯০ ফুট উচ্চতায় থাকা ডেলো পাহাড়়ের আলাদা সৌন্দর্য আছে। রেলি উপত্যকা, তিস্তা নদী এই পাহাড় থেকেই দেখা যায়। সুন্দর একটা পার্কও আছে। পশ্চিম সিকিমের পাহাড়ও দেখা যায় এখান থেকে। রোদ মাখা দিনে এখানে ঘুরে যান। মন ভালো হয়ে যাবে। আর উপরি পাওনা ওটা তো আছেই। রসিকতা করতে ছাড়ছেন না ভ্রমণপ্রিয় বাঙালি।

 

বাংলার মুখ খবর

Latest News

আরজি করের ৮ তলার অব্যবহৃত লিফট ঘিরে এবার তৈরি হচ্ছে রহস্য, বড় দাবি রিপোর্টে কলকাতার নিউটাউনে আকাশছোঁয়া অফিস খুলল JSW, অপূর্ব তার রূপ, বিরাট পরিকল্পনা AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট পাওয়ার পরেই আই লিগ নিয়ে সিদ্ধান্ত বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো দলেরই সাংসদ পেতেন না মমতার টাইম! কয়েক মাস আলাদাভাবে দেখা হয়নি, দাবি জহরের ‘ধর্ষিতা ও খুন হওয়া মেয়েটি…’! আরজি কর নিয়ে ‘ফোঁস’ কল্যাণের, পালটা আক্রমণ সোহিনীর খাস কলকাতায় মেক আপ শেখানোর প্রতিষ্ঠানে মডেলকে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ জেএনএম থেকে এমবিবিএস পাশ করেন নির্যাতিতা, সেখানের দুর্নীতিতে অভীকের নাম উঠছে!‌ 'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার বাতিল হওয়া ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কিনে নেবে ওয়েবেল, দাম কেমন পাবেন?কাজও মিলবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.