বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > NB Tour: পাহাড়ের কোলে নির্জন, আদিম প্রকৃতিতে রাত কাটাবেন? যেতে পারেন সিপাহিধুরা

NB Tour: পাহাড়ের কোলে নির্জন, আদিম প্রকৃতিতে রাত কাটাবেন? যেতে পারেন সিপাহিধুরা

সিপাহিধুরার রাস্তার প্রকৃতির অপরূপ সাজ।

ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে। তবে চলেও যেতে পারে। আর তখন হোম স্টের বারান্দায় এসে একবার দাঁড়ান। পাহাড়ের গায়ে আলোকমালা। আর আপনি দূর প্রান্তে এক আদিম পাহাড়ি বনে রাত্রিযাপন করছেন। এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই ভিউ পয়েন্ট। অনেকে বাইকেও যান এখানে।

কোথাও কোনও কৃত্রিমতার বালাই নেই। সবটাই একেবারে আদি, অকৃত্রিম প্রকৃতির সমাহার। পাহাড়ের কোলে যে তাঁবুটিতে আপনি থাকবেন সেখানেও আঁচ করতে পারবেন প্রকৃতির সান্নিধ্য। নাকে আসবে জঙ্গলের এক অদ্ভূত মন মাতানো গন্ধ। শুনবেন ঝিঁঝি পোকার ডাক। রাত নিঝুম হলে যে অভিজ্ঞতার মুখোমুখি হবেন তা শহুরে ব্যস্ততার মধ্যেও ফিরে ফিরে আসবে বার বার। জায়গাটি কার্শিয়াংয়ের মধ্যে পড়ছে। সিপাহিধুরা টি এস্টেটের কাছেই ভোটেবস্তি।

কীভাবে যাবেন?

শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী গাড়িতে চেপে আপনাকে নামতে হবে কার্শিয়াংয়ের সিপাহিধুরা টি এস্টেটের কাছে। তারপর হাঁটা পথে। গাড়ি যাবে না।

কী দেখবেন?

 চারপাশটা একেবারে তাকিয়ে দেখুন। প্রকৃতি যেন সেজেছে আপনারই জন্য। এবার পাহাড়ি রাস্তা ধরে আপনাকে হাঁটতে হবে। সঙ্গে বেশি লাগেজ রাখবেন না। তিন কিলোমিটার পথে ট্রেকিং করে যেতে হবে সেই নির্জন গ্রামে। আর সেই চড়াই পথে হাঁটার সময় চারপাশে দেখুন সবুজের সমারোহ। সবুজ মাখা পাহাড়। পাখির কুজন। চারপাশে ফুলের সমারোহ। 

ছবি তুলতে ভালোবাসেন? তবে তো কথাই নেই। একেবারে আদর্শ জায়গায় এসে গিয়েছেন। কিছুটা এগোলেই ভোটে বস্তিতে পাহাড়ের কোলে হোমস্টে। পাহাড়ি গাছকে অবলম্বন করে তৈরি হয়েছে হোম স্টের তাঁবু। থাকতে হবে সেখানেই। নির্জন, প্রত্যন্ত এলাকা। সন্ধ্যা হতেই ঠান্ডা বাড়তে পারে কিছুটা। ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে। তবে চলেও যেতে পারে। আর তখন হোম স্টের বারান্দায় এসে একবার দাঁড়ান। পাহাড়ের গায়ে আলোকমালা। আর আপনি দূর প্রান্তে এক আদিম পাহাড়ি বনে রাত্রিযাপন করছেন। এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই ভিউ পয়েন্ট। অনেকে বাইকেও যান এখানে। তবে ঝুঁকিপূর্ণ রাস্তা। এতটা হাঁটা পথ। সেক্ষেত্রে এই অ্যাডভেঞ্জার ট্যুরে বাচ্চারা যেতে পারবে কি না ভেবে দেখবেন।

বাংলার মুখ খবর

Latest News

'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.