বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > NBSTC Bus for tourist: সস্তায় দার্জিলিং! এনবিএসটিসির গোটা বাস পর্যটকদের জন্য, রইল ভাড়ার পুরো তালিকা

NBSTC Bus for tourist: সস্তায় দার্জিলিং! এনবিএসটিসির গোটা বাস পর্যটকদের জন্য, রইল ভাড়ার পুরো তালিকা

এনবিএসটিসি বাস পর্যটকদের জন্য, রইল ভাড়ার তালিকা। প্রতীকী ছবি (সংগৃহীত )

নিউ জলপাইগুড়ি, বাগডোগরা বিমান বন্দর ও শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে পর্যটকদের বাসে তোলার ব্যবস্থা থাকবে। 

প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে অনেকেই এখন পাহাড়মুখী। কিন্তু এনজেপিতে নামার পরে বেসরকারি গাড়ির দর ক্রমেই লাগামছাড়া হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এবার পর্যটকদের সুবিধার জন্য সরকারি বাসের ব্যবস্থা করেছে এনবিএসটিসি। যদি দল বেঁধে বেড়াতে যান তবে আপনি প্রয়োজনে সেই বাস ব্যবহার করতেই পারেন। এগুলি সবই ২৫ সিটের বাস। ১৮ থেকে ২৫জনের মধ্যে পর্যটক একসঙ্গে থাকলে আপনাদের অনেকটাই সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে। সবুজের পথে হাতছানি।

বাস বুকিংয়ের ক্ষেত্রে অনলাইনে অথবা TNCBT বুকিং কাউন্টার থেকে করতে পারেন। www.nbstc.in বা রিজার্ভেশন অফিসারকে 9046853300 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। বুকিংয়ের সময় আপনাকে পুরো ভাড়া মিটিয়ে দিতে হবে। বাসে যেরকম জায়গা আছে সেই অনুসারে লাগেজ রাখার ব্যবস্থা করা হবে।

তবে বুকিং করার আগে তা বাতিল করার পদ্ধতি ও শর্তগুলোও জেনে নেবেন। এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতীম রায় সম্প্রতি এই বাসের কথা ঘোষণা করেছেন। 

 

ভাড়ার তালিকা অনুসারে দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে একটি ২৫ সিটের বাসের ভাড়া পড়বে ৭২৫৪টাকা। দলে ভারী থাকলে আপনি অনেক সস্তায় এই গোটা বাসটি পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের ভাড়া ৬৮০০ টাকা। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের ভাড়া ৭৬৭৮ টাকা।

এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত গোটা বাসের ভাড়া পড়বে ৮২৬০ টাকা। এনজেপি থেকে কার্শিয়াং ভাড়া ৭০০০ টাকা। এনজেপি থেকে কালিম্পং ভাড়া ৮৬৮৪ টাকা।

এনবিএসটিসি সূত্রে খবর, ২০ এপ্রিল থেকে এই পরিষেবা চালু হচ্ছে। আপাতত পর্যটকদের জন্য যে রুটগুলির প্রস্তাব রাখা হয়েছে সেগুলি হল নিউজলপাইগুড়ি, বাগডোগরা বিমান বন্দর ও শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে পর্যটকদের বাসে তোলার ব্যবস্থা থাকবে। সেখান থেকে সোজা দার্জিলিং বাস স্ট্যান্ড, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, লাটাগুড়ি, ডেলো, মাদারিহাট, জলদাপাড়া বিন্দু পর্যন্ত আপনাকে সেই সরকারি বাস ছেড়ে দিয়ে আসবে।

আবার আসার পথে প্রয়োজনে আপনি আবার সেই সরকারি বাস বুক করতে পারেন। এক্ষেত্রে আপনাকে দার্জিলিং বাস স্ট্যান্ড, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, লাটাগুড়ি, ডেলো, মাদারিহাট, জলদাপাড়া বিন্দু থেকে আপনি ফেরার বাস ভাড়া করতে পারেন। সেই বাস আপনাকে আবার এনজেপি স্টেশন, বাগডোগরা বা তেনজিং নোরগে বাস টার্মিনাসে পৌঁছে দেবে। অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ জার্নি বলে জানিয়েছে এনবিএসটিসি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ভারতের বিপদ হতে হবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে' দশমীতে লাক, দীপবলিতে ডবল লাক! শনির ঘরবদলে ৪ রাশির ভাগ্য বদলাবে ‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে? করাচি এয়ারপোর্টের বাইরেই ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ চিনা, চটে লাল বেজিং, হাত বালোচদের পুজোর প্রেম ছাদনাতলা পর্যন্ত যাবে নাকি তার আগেই ভাঙবে? কী বলছে প্রেম রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.