বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > NBSTC: উত্তরবঙ্গ থেকে ঢাকা, চালু হতে পারে সরকারি বাস, পুজোর আগেই পর্যটনের দিশা

NBSTC: উত্তরবঙ্গ থেকে ঢাকা, চালু হতে পারে সরকারি বাস, পুজোর আগেই পর্যটনের দিশা

উত্তরবঙ্গ থেকে ঢাকা পর্যন্ত সরকারি বাস চালানোর পরিকল্পনা। প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে পর্যটকরা যাতে সহজেই উত্তরবঙ্গ বেড়াতে আসতে পারেন তারও অন্যতম মাধ্যম হবে এই বাস। অন্য়দিকে উত্তরবঙ্গ থেকে পর্যটকরা যাতে বাংলাদেশে বেড়াতে যেতে পারেন সেজন্যও এই রুট কার্যকরী হতে পারে।

এবার সরকারি ক্ষেত্রেও উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত বাস চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিলিগুড়ি ও কোচবিহার থেকে বাংলাদেশ পর্যন্ত সরকারি বাস চালাতে চাইছে এনবিএসটিসি। ইতিমধ্যে নেপালের সঙ্গে বাস যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে বাংলাদেশ। রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এনিয়ে আশার কথা শুনিয়েছেন।

বুধবার শিলিগুড়িতে বাস উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী। শিলিগুড়ি থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবার সূচণা হয়েছে। সেখানে মন্ত্রী জানিয়েছেন, কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষবার পারমিট আগেই দেওয়া হয়েছিল এনবিএসটিসিকে। এবার আমাদের লক্ষ্য শিলিগুড়ি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত বাস চালানো। শিলিগুড়ির কাছে ফুলবাড়ি ইমিগ্রেশন সেন্টার রয়েছে। সেক্ষেত্রে ওই পথ দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাস চালানোর ক্ষেত্রে কোনও সমস্যা নেই।

এদিকে কিছুদিন আগেই নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত মিতালি এক্সপ্রেস চালু হয়েছে। এবার ঢাকা পর্যন্ত বাস চালানোর আশ্বাস দিলেন মন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ থেকে পর্যটকরা যাতে সহজেই উত্তরবঙ্গ বেড়াতে আসতে পারেন তারও অন্যতম মাধ্যম হবে এই বাস। অন্য়দিকে উত্তরবঙ্গ থেকে পর্যটকরা যাতে বাংলাদেশে বেড়াতে যেতে পারেন সেজন্যও এই রুট কার্যকরী হতে পারে। 

সূত্রের খবর, কোচবিহারের চ্যাংবান্ধা সীমান্ত পথেও বাস যেতে পারে বাংলাদেশে। সপ্তাহে তিনদিন এই বাস চলাচল করতে পারে। বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নিতে পারে এনবিএসটিসি। 

 

 

 

বন্ধ করুন