বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > NBSTC: ডিপোতে টিকিট কেটেই উঠতে হবে বাসে, এনবিএসটিসির নয়া নিয়মে জেরবার যাত্রীরা

NBSTC: ডিপোতে টিকিট কেটেই উঠতে হবে বাসে, এনবিএসটিসির নয়া নিয়মে জেরবার যাত্রীরা

নয়া নিয়ম চালু হল এনবিএসটিসিতে। ফাইল ছবি (ফেসবুক)

যাত্রীদের একাংশের দাবি নেতাজিপাড়া বাস ডিপোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিশেষ কোনও ব্যবস্থা নেই। সেখানে টিকিট কাটার ব্যবস্থা করার আগে যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করাটা জরুরী। না হলে সমস্য়ায় পড়ে যাবেন যাত্রীরা। পাশাপাশি তাঁদের দাবি লাইন দিয়ে টিকিট কাটতে হবে। ঝামেলা আরও বেড়ে গেল।

সাধারণত এতদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে উঠেই টিকিট কাটতেন যাত্রীরা। তবে এবার শিলিগুড়ি থেকে জলপাইগুড়িগামী বাসে কিছুটা অন্য নিয়ম করা হচ্ছে। কাউন্টার থেকে টিকিট কেটে তারপর বাসে উঠতে হবে যাত্রীদের। এতে টিকিটের হিসাব মেলানো অনেকটা সুবিধাজনক হবে। জলপাইগুড়ির নেতাজিপাড়া ডিপোতেও এই ধরনের কাউন্টার খোলার ব্যবস্থা করা হচ্ছে। তবে যাত্রী স্বাচ্ছন্দ্যের উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন নিগমের চেয়ারম্য়ান পার্থপ্রতীম রায়। 

কিন্তু কেন এই পরিবর্তন?

সূত্রের খবর কিছু ক্ষেত্রে দেখা যায় যাত্রীরা বাসে ওঠার পরেও তাদের টিকিট দেন না কন্ডাক্টর। যাত্রীও সামান্য ভাড়া দিয়েই ব্যাপারটি মিটিয়ে নেন। অন্য়দিকে সারপ্রাইজ চেকিংয়ের জন্য় পর্যাপ্ত কর্মী না থাকায় সমস্যা মেটে না। সেকারনেই এবার ডিপো থেকেই টিকিট কেটে বাসের ওঠার ব্যবস্থা করা হচ্ছে। বাসযাত্রীর সংখ্যা বাড়লেও তার প্রতিফলন দেখতে পাচ্ছে না নিগম। সেকারনেই ঠিক করা হয়েছে ডিপো থেকেই টিকিট কেটে যাত্রীদের বাসে উঠতে হবে। সেক্ষেত্রে টিকিট ফাঁকি দেওয়ার প্রবণতা অনেকটাই কমবে।

এদিকে যাত্রীদের একাংশের দাবি নেতাজিপাড়া বাস ডিপোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিশেষ কোনও ব্যবস্থা নেই। সেখানে টিকিট কাটার ব্যবস্থা করার আগে যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করাটা জরুরী। না হলে সমস্য়ায় পড়ে যাবেন যাত্রীরা। পাশাপাশি তাঁদের দাবি লাইন দিয়ে টিকিট কাটতে হবে। ঝামেলা আরও বেড়ে গেল।

 

বাংলার মুখ খবর

Latest News

ভিডিয়ো: প্যান্ট না পেয়ে তোয়ালে পরেই নেমে পড়লেন! অনুশীলনে বাবরের সঙ্গে এটা কী হল সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্ট নয়, RG করের নির্যাতিতার বিচার মিলবে নিম্ন আদালতেই পাকিস্তান অতীত এবার ভারতের বিরুদ্ধে নামতে তৈরি বাংলাদেশ- আত্মবিশ্বাসী নাহিদ রানা উধাও লম্বা চুল, নতুন হেয়ার কাটের সঙ্গে টুপি পরে শাহরুখ! এ কেমন চুল কাটলেন বাদশা LIVE: ম্যারাথন অবস্থানের জন্য তৈরি ডাক্তাররা, ‘বিচার পাবে অভয়া, তবেই হবে মহালয়া’ ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল দুর্গাপুজোয় ফোন কেনার প্ল্যান? জিও ফোন প্রাইমা২ পাবেন ৩ হাজার টাকার মধ্যে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.