পশ্চিমবঙ্গ নাবালিকাদের জন্য নিরাপদ নয়। এখানকার সরকারকে আরও সংবেদনশীল হতে হবে। কালিয়াগঞ্জে গণধর্ষণের শিকার কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে একথা জানালেন NCPCR-এর চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। শনিবার বিকেলে একথা বলেন তিনি। তিনি জানান, কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করবেন তিনি।
এদিন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন বলেন, ‘এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি করুণ। একটি কিশোরীর দেহকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এর থেকে খারাপ আর কী হতে পারে? নির্যাতিতার মা আমাদের কাছে অভিযোগ দায়ের করেছেন। আমরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করব। তাঁর সঙ্গে কথা বলব। তার পর এই ঘটনায় দোষীদের যাতে সাজা হয় তা নিশ্চিত করব। কিশোরী যেন সুবিচার পায়’।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে নাবালিকাদের নিরাপত্তা খুবই উদ্বেগজনক। সরকারকে সংবেদনশীল হতে হবে। তবে এখানে শিশুদের সুরক্ষা নিশ্চিত হবে। কোন রিপোর্টে কী বলেছে জানি না, পশ্চিমবঙ্গ শিশুদের জন্য নিরাপদ নয়’।
নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগে শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জের সাহেবঘাটা ব্রিজ। পরিস্থিতি সামাল দিতে স্টান্ট গ্রেনেড ছোড়ে পুলিশ। মোতায়েন করতে হয় র্যাফ। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে। এরই মধ্যে কালিয়াগঞ্জে পৌঁছেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।