বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > NCW Letter to Akhil Giri: ‘ক্ষমা চান’, অখিলকে চিঠি মহিলা কমিশনের, তদন্ত করতে বলে চিঠি DGP-কে

NCW Letter to Akhil Giri: ‘ক্ষমা চান’, অখিলকে চিঠি মহিলা কমিশনের, তদন্ত করতে বলে চিঠি DGP-কে

রাষ্ট্রতির রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রী অখিল গিরির

রাষ্ট্রতির রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে চিঠি পাঠাল জাতীয় মহিলা কমিশন। এর আগে অখিলের নামে মহিলা কমিশনের কাছে নালিশ করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চেহারা নিয়ে কুমন্তব্যের জেরে উত্তাল রাজ্য তথা জাতীয় রাজনীতি। এই আবহে অখিল গিরির মন্তব্য নিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে নালিশ জানিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এর প্রেক্ষিতে এবার জাতীয় মহিলা কমিশন রামনগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীকে ক্ষমা চাইতে বলে চিঠি পাঠাল। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করতে বলে রাজ্য পুলিশের ডিজিকেও চিঠি পাঠানো হয়েছে মহিলা কমিশনের তরফে।

উল্লেখ্য, শুভেন্দুকে আক্রমণ শানাতে গিয়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে অখিল গিরি বলেছিলেন, ‘(শুভেন্দু) বলে (আমাকে) দেখতে ভালো নয়। কী রূপসী? কী দেখতে ভালো? আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?’ প্রসঙ্গত, এর আগে অখিল গিরিকে কটাক্ষ করে শুভেন্দু ‘কাকের মতো দেখতে হাফ প্যান্ট মন্ত্রী’ বলে আখ্যা দিয়েছিলেন। তারই জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন তৃণমূল বিধায়ক। যা নিয়ে তোলপাড়া রাজ্য রাজনীতি।

এই আবহে গতকালই অমিত মালব্য, সুকান্ত মজুমদাররা অখিল গিরির নিন্দায় সরব হয়ে টুইট করেছিলেন। জাতীয় মহিলা কমিশনের কাছে নালিশ করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পরে সৌমিত্র এক টুইট বার্তায় নালিশের কপি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘অখিল গিরির এই জঘন্য কাজকে কোনও অবস্থাতেই ক্ষমা করা যায় না। সম্মানিত রাষ্ট্রপতির অপমান নারীর ক্ষমতায়নের অপমান, ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার অপমান এবং ১৪০ কোটি মানুষের অপমান।’ এদিকে জানা গিয়েছে, রাষ্ট্রপতিকে নিয়ে বেলাগাম মন্তব্য করার জেরে দ্রৌপদী মুর্মুর কাছে ক্ষমাপ্রার্থনা করে চিঠি লিখতে চলেছেন রাজ্যের কারা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।

বন্ধ করুন