বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ধেয়ে আসছে ইয়াস, দিঘায় মোতায়েন এনডিআরএফ, আসতে পারে সেনাও

ধেয়ে আসছে ইয়াস, দিঘায় মোতায়েন এনডিআরএফ, আসতে পারে সেনাও

উত্তাল দিঘার সমুদ্র (নিজস্ব চিত্র)

পূর্ব মেদিনীপুরে ঝড়ের প্রাবল্য সবথেকে বেশি থাকতে পারে এমনটাই মনে করছে আবহাওয়া দফতর।

সৈকত শহর দিঘাতে আছড়ে পড়বে ইয়াস। তারই প্রহর গোণা শুরু হয়েছে পুরোদমে। আপাতত দিঘা থেকে ৩২০ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস, জানাচ্ছে আবহাওয়া দফতর।  আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত খবর অনুসারে বুধবার দুপুর ১২টা মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে পারে ইয়াস ঘূর্ণিঝড়। তবে আমফানের অভিজ্ঞতার জেরে এবার কিছুটা হলেও আরও গুছিয়ে তৈরি হওয়ার সুযোগ পেয়েছে প্রশাসন। এদিকে হলদিয়া, দিঘা সহ বিভিন্ন এলাকায় এনডিআরএফকে তৈরি রাখা হয়েছে। দিঘায় ভারতীয় নৌবাহিনীর একটি টিমকেও রাখা হয়েছে। এনডিআরএফর সদস্য়রা উপকূলবর্তী এলাকায় টহল দিচ্ছেন। বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে পুলিশ, প্রশাসন। বিভিন্ন জায়গায় মাইকিংও করা হচ্ছে।

এদিকে সময় যত এগিয়েছে ততই আরও উত্তাল হচ্ছে দিঘার সমুদ্র। জলোচ্ছাসও বাড়ছে ক্রমশ। হাওয়ার গতিবেগও বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এবারের ঝড়ে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরে। বুধবার দুপুরে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুরে। ঝড়ের তীব্রতা ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগেও পৌঁছে যেতে পারে। সেকারণে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তবে সূত্রের খবর, দুর্যোগ পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলার জন্য দিঘাতে সেনা আসতে পারে।সেনাবাহিনীর ৭০জনের একটি টিম দিঘাতে আসতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে।

এদিকে হলদি নদীর জলস্তরও ক্রমশ বাড়়ছে। কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানান, ক্রেন, জাহাজগুলিকে নিরাপদ জায়গায় রাখা হচ্ছে।কলকাতা, হলদিয়া সহ অন্য়ান্য বন্দরে মধ্যে স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে। বন্দরে লোডিং, আনলোডিংও আপাতত বন্ধ রাখা হয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে ২৪ ঘণ্টার জন্য নজরদারি রাখা হচ্ছে। 

বাংলার মুখ খবর

Latest News

বিকিনি পরে স্বামী নিকের সঙ্গে সূর্যে আলোয় গা ভিজিয়ে রোম্যান্টিক মোডে প্রিয়াঙ্ক অতিরিক্ত ছুটি না নেওয়ার বার্তা অফিসারদের, নথি তৈরি করে জমা পড়বে সুপ্রিম কোর্টে একটা কোলে, আরেকটা ঘাড়ে! ইয়ালিনি-ইউভানকে নিয়ে রাজের সানডে-ফানডে, ছবি দিল শুভশ্রী অভিজিৎ মণ্ডলের হয়ে সাওয়াল করায় শিয়ালদা আদালতে আইনজীবীদের বিক্ষোভের মুখে আইনজীবী মহমেডান নয়, মোহনবাগানে এলেন রেইস! রোনাল্ডোর দেশের ফুটবলার বাগানের সপ্তম বিদেশি… 'CM-র বাড়ি যাওয়ার আগে', জুনিয়র ডাক্তারদের 'কথা কাটাকাটির' অডিয়ো ফাঁস কুণালের ‘ত্রিপল গুলো একবার গুনে নেবেন’, লেখার পর পেলেন হুমকি, কিরণ লিখলেন,‘আমার কিছু…' 'সুন্দরীদের থেকে সাবধান', পড়ুয়াদের কেন এমন সতর্কবার্তা দিল চিন ‘ট্রেনের AC কোচে ঝরনার ব্যবস্থা!’ কেন্দ্রকে নিশানা কংগ্রেসের বাড়িতেই শরীরচর্চা করেন? সাহায্য করবে মালাইকা-কৃতির ওয়ার্ক আউটের ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.