আগেই চুড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা পিছিয়ে আর্জি জানিয়েছিলেন। করোনাভাইরাস আবহে এবার মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (জেইই মেন) ক্ষেত্রেও কেন্দ্রের কাছে একই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকালে টুইটারবার্তায় মমতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে আমাদের শেষ ভিডিয়ো কনফারেন্সে ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে বিশ্ববিদ্যালয় বা কলেজের চূড়ান্ত টার্মের পরীক্ষা নিয়ে ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) নির্দেশিকার বিরুদ্ধে কথা বলেছিলাম। যা পড়ুয়াদের জীবনকে বড়সড় বিপদের মুখে ঠেলে দেবে।'
তারইমধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, নিট এবং জেইই মেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না। সেই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্জি জানানো হচ্ছে। তারই রেশ ধরে মমতা বলেন, 'সেপ্টেম্বরের মধ্যে নিট ও জেইই ২০২০ আয়োজন নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকার প্রেক্ষিতে ঝুঁকির বিষয়টি মূল্যায়ন করে দেখা এবং পরিস্থিতি সহায়ক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার জন্য কেন্দ্রের কাছে আবারও আবেদন জানাচ্ছি। সব পড়ুয়াদের জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।’
যদিও গত ১৭ অগস্ট নিট ও জেইই মেনের উপর স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দেয়, করোনাভাইরাস পরিস্থিতি সত্ত্বেও ‘জীবন চলতে হবে’ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সিদ্ধান্তে হস্তক্ষেপ করে পড়ুয়াদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে না আদালত। তিন সদস্যের বেঞ্চ বলে, ‘পড়ুয়াদের কেরিয়ার বিপদের মধ্যে ফেলা যায় না। আমরা এই পিটিশনে কোনও ভিত্তি খুঁজে পাচ্ছি না। পিটিশন খারিজ করে দেওয়া হল।’
সেই রায়ের পর এনটিএয়ের নির্ধারিত ঘোষণা মতো নিট ও জেইই পরীক্ষার ক্ষেত্রে বাধা নেই আর। আর এনটিএ আগেই জানিয়েছিল, আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেইই (মেন) হবে। নিট হবে আগামী ১৩ সেপ্টেম্বর।