রাজ্যে ফের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা মুর্শিদাবাদের বড়ঞার। সেখানে ৫ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। এর পর গণধোলাই দিয়ে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর সাজার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নির্যাতিতার বাড়ি বড়ঞা থানা এলাকার রানিপুর গ্রামে। শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবাসহ প্রতিবেশীরা। কিছুক্ষণ খোঁজার পর বাড়ির পাশেই একটি জঙ্গলের মধ্যে যুবককে শিশুটির সঙ্গে কুকর্ম করার সময় হাতে নাতে ধরে ফেলেন তারা। এর পর যুবককে উত্তম মধ্যম দেন গ্রামবাসীরা। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। এর পর তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতিতার এক আত্মীয় জানিয়েছেন, বিকেলে বাড়ির সামনে খলছিল মেয়েটা। হঠাৎ এলাকারই একটা ছেলে এসে ওকে কোলে তুলে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমি ওর বাবাকে সেটা জানাই। আমরা সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করলে কিছুক্ষণ পর তার সন্ধান পাই। কুকর্ম করার সময় হাতে নাতে পাকড়াও করা হয় যুবককে। শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।
রাতে বড়ঞা থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার বাবা। এর পর যুবককে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে আদালতে পেশ করা হবে। ধৃতকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারেন তদন্তকারীরা।