কল্যাণীতে ফের ধর্ষণ। এবার ধর্ষণের শিকার এক ১৩ বছরের নাবালিকা। অভিযোগ, ধর্ষণের পর টাকা দিয়ে নাবালিকার মুখ বন্ধ রাখার চেষ্টা করে অভিযুক্ত। কল্যাণী JNM মেডিক্যাল কলেজে কোয়ার্টারে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রঘু সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত রঘু সরকার নির্যাতিতার প্রতিবেশী। দিন কয়েক আগে তাঁকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় রঘু। সেখানে ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে JNM হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালক রঘু সরকার। এর পর নাবালিকার হাতে টাকা গুঁজে দিয়ে মুখ বন্ধ রাখার হুমকি দেয়। এমনকী পুলিশে অভিযোগ জানালে পরিবারের প্রাণনাশের হুমকিও দেয় সে।
নির্যাতিতার পরিবারের দাবি, ভয়ে বাড়িতে প্রথমে ঘটনার কথা জানায়নি নাবালিকা। তবে তাঁর আচরণের পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিজনদের। জেরার মুখে নাবালিকা জানায় তাঁকে ধর্ষণ করেছে প্রতিবেশী রঘু সরকার। এর পর নাবালিকার ব্যাগ থেকে উদ্ধার হয় বেশ কিছু টাকা। অভিযোগ, এর পর নাবালিকার পরিজনরা অভিযোগ জানাতে থানায় যেতে চাইলে ভয় দেখায় রঘু। যদিও শুক্রবার সন্ধ্যায় অবশেষে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। এর পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
নির্যাতিতার এক দিদি বলেন, ‘আমার বোনকে ধর্ষণ করেছে রঘু। তার পর ওকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিল। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে।’
ওদিকে অভিযুক্তের দিদির দাবি, ‘ধর্ষণের অভিযোগ ঠিক নয়, তবে ভাই আমার কাছে শ্লীলতাহানির অভিযোগ স্বীকার করেছে। আমি ওর সঙ্গে আর সম্পর্ক রাখব না।’