বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আসছে নয়া অতিথি, গরমের ছুটিতে গেলে বন্ধুও হবে ওরা

শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আসছে নয়া অতিথি, গরমের ছুটিতে গেলে বন্ধুও হবে ওরা

শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এবার নয়া অতিথি আসছে। সংগৃহীত ছবি 

উত্তরবঙ্গ বেড়াতে গেলে ইদানিং অনেকেরই বেড়ানোর তালিকায় থাকে বেঙ্গল সাফারি। মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে এবার দেখা যাবে নয়া অতিথি। বন্ধু করতে পারেন ওদের।

গরমের ছুটিতে উত্তরবঙ্গ বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? আর দার্জিলিং কিংবা ডুয়ার্স ভ্রমণে গিয়ে অনেকেই এখন একদিন বেঙ্গল সাফারিতে ঘুরে যান। এটা শিলিগুড়ির এখন অন্যতম আকর্ষণ। আর সেই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এবার আসছে নতুন অতিথি। মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বেঙ্গল সাফারিতে নয়া অতিথির দেখা মিলবে। সূত্রের খবর আপাতত ১৫টি ব্ল্যাক ডিয়ার ও চারটি হগ ডিয়ার আনা হচ্ছে বেঙ্গল সাফারিতে। তবে ইতিমধ্যেই এই হরিণগুলিকে বেঙ্গল সাফারিতে আনা হয়েছে। কিন্তু এখনই দর্শকরা এগুলি দেখতে পাবেন না। তাদেরকে আলাদা জায়গায় রাখা হয়েছে। তারা যাতে শিলিগুড়িতে বেঙ্গল সাফারির পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। পরে তাদের সকলের সামনে আনা হবে।

আপাতত ২০দিন ধরে তাদের বেঙ্গল সাফারির পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এরপর তাদের দেখতে পাবেন দর্শকরা। সূত্রের খবর, জামশেদপুর চিড়িয়াখানা থেকে এই বিরল প্রজাতির হরিণ আনা হয়েছে। সেই হরিণই এবার মন ভরাবে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়া পর্যটকদের। 

এদিকে এই ধরনের হরিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা মেলে। সাধারণত যে হরিণ আমরা সচরাচর দেখি সেই হরিণের তুলনায় হগ ডিয়ার কিছুটা ছোট আকৃতির।এদিকে এর আগেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন ঢেলে সাজানো হবে বেঙ্গল সাফারিকে। আরও নানা ধরনের জন্তু আনা হবে বেঙ্গল সাফারিতে। 

এদিকে বেঙ্গল সাফারিতে ইতিমধ্যে রয়াল বেঙ্গল টাইগার রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ব্ল্যাক ডিয়ার, হগ ডিয়ার। এছাড়াও সিংহ, জিব্রা, জিরাফ সহ একাধিক জন্তু আনার পরিকল্পনা রয়েছে। তবে সেই প্রক্রিয়া কবে বাস্তবায়িত হবে সেব্যাপারে এখনও কিছু জানা যায়নি। গোটা প্রক্রিয়াটি সময় সাপেক্ষ।

প্রায় ২৯৭ হেক্টর জমিতে গড়ে উঠেছে বেঙ্গল সাফারি। নানা ধরনের গাছ রয়েছে এই বেঙ্গল সাফারি পার্কে। বর্তমানে এখানে তিনটি সাফারি রয়েছে। একটি হল তৃণভোজীদের দেখার জন্য় সাফারি, টাইগার সাফারি ও এশিয়াটিক ব্ল্যাক বিয়ার সাফারি। বিশেষ ধরনের ভ্য়ানে এখানে  পর্যটকদের নিয়ে সাফারি করানোর ব্যবস্থা রয়েছে। এখানে শুধু জীবজন্তুদের সঙ্গে পরিচিত হওয়াই নয়, ইচ্ছা করলে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনি প্রয়োজন মনে করলে পশু দত্তকও নিতে পারেন। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন
Live Score