ধর্ষণে অভিযুক্ত যুবক। আর তাকে গ্রেফতার করা নিয়ে বিস্তর হ্যাঁপা পোহাতে হল উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের পুলিশকে। বাড়িতে পুজো আছে বলে ডেকে নিয়ে গিয়ে ওই যুবক এক যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিন্তু এই অভিযোগের জেরে তাকে গ্রেফতার করতে আসে পুলিশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, পুলিশের হাত থেকে বাঁচতে নগ্ন অবস্থাতেই মাঝরাতে কচুরিপানা থাকা পুকুরে ঝাঁপ দেয় অভিযুক্ত। যদিও ওভাবে নিজেকে বাঁচানো যায়নি। পুলিশ অভিযুক্তকে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ওই পুকুর থেকেই চেনে বের করে। আর তাকে গ্রেফতার করে পুলিশ।
ওই পুকুর থেকে নগ্ন অবস্থায় তুলে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। গ্রেফতার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। আজ, শনিবার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় নিউ ব্যারাকপুর থানায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম কৌশিক দে। ওই যুবক বাড়িতে পুজো আছে বলে ডেকে আনে এক যুবতীকে। আর তাঁকে ফাঁকা বাড়িতে ধর্ষণ করে বলে অভিযোগ। তখনই নিউ ব্যারাকপুর থানায় দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগ পেয়েই যুবকের খোঁজে তল্লাশিতে নেমে পড়ে পুলিশ। অভিযুক্ত ও অভিযোগকারিনী পূর্ব পরিচিত হওয়ায় ওই যুবককে বিশ্বাস করে তার বাড়িতে যান যুবতী। সেখানে তাঁকে ধর্ষণ করা হলে বেরিয়ে সোজা থানায় চলে যান নির্যাতিতা।
আরও পড়ুন: বাংলায় তৈরি হচ্ছে চারটি নতুন ইএসআই হাসপাতাল, কেন্দ্রের প্রস্তাবে সাড়া রাজ্যের
ওই নির্যাতিতার অভিযোগ পেয়েই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। তারপর যুবকের ফোনের লোকেশনও ট্র্যাক করে নাগাল পায় পুলিশ। আর তাতেই মিলেছে বড় সাফল্য। খোঁজ পেতেই গ্রেফতার করতে যায় পুলিশ। কিন্তু পুলিশ দেখেই চম্পট দেয় অভিযুক্ত যুবক। কিন্তু পালিয়ে বাঁচা যাবে না দেখেই শেষে এলাকারই একটি পানা পুকুরে নগ্ন অবস্থায় ঝাঁপ দেয় সে বলে পুলিশের দাবি। কিন্তু তাতেও লাভ হয়নি। পুলিশ সেখান থেকে টেনে বের করে নগ্ন অবস্থাতেই থানায় নিয়ে যায়। তাকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য জামাকাপড় মিলেছে।
শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌঁছেও প্রথমে যুবকের খোঁজ পায়নি পুলিশ। তখন পানা পুকুরের ভিতরে শুরু হয় তল্লাশি। তখনই কচুরিপানার ভিতর থেকে নগ্ন অবস্থায় যুবককে বের করে পুলিশ। গ্রেফতার করে আজই ওই যুবককে ব্যারাকপুর আদালতে পাঠায় পুলিশ। অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি তুলে সরব হয়েছে এলাকার মানুষজন। কঠোর শাস্তি চান নির্যাতিতার পরিবারের সদস্যরাও। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।