শিয়ালদা ডিভিশন রানাঘাটে ডিজেল লোকোমোটিভের জন্য আধুনিক ফুয়েলিং পয়েন্ট চালু করা হল। এর ফলে বেশ খানিকটা খরচ বাঁচানো সম্ভব হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এরই সঙ্গে এই নয়া উদ্যোগের ফলে ট্রেনের সময়ও বাঁচবে বলে দাবি করা হয়েছে। এর আগে রানাঘাটে ডিজেল লোকোমোটিভগুলিকে নাকি জ্বালানি ভরতে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে হত। এর জেরে এই রুটে ডিজেল লোকোমোটিভে রেল পরিষেবা প্রদানে খরচ বাড়ত। তবে এবার নয়া ফুয়েলিং পয়েন্ট চালু হওয়ায় আর ৭০ কিমি পথ গিয়ে জ্বালানি ভরতে হবে না লোকোমোটিভ ইঞ্জিনগুলিকে। (আরও পড়ুন: সচিনের সন্তানের মা হলেন ‘পাক বৌদি’ সীমা, ‘পাবজি লাভার দম্পতির’ ছেলে হল না মেয়ে?)
আরও পড়ুন: 'ফুরফুরায় সফল হয়নি মমতার ইফতার পার্টি', বিস্ফোরক ত্বহা, বললেন- 'ঘেন্না হচ্ছে...'
এই নয়া ফুয়েলিং পয়েন্ট চালু করার প্রসঙ্গে পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছে, এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। এই রেল পরিকাঠামো উন্নয়নের ফলে ট্রেন পরিষেবা আরও উন্নত মানের হবে বলে আশা ব্যক্ত করা হয়েছে। রেলের অপারেশনাল দক্ষতাও এতে বাড়বে। রেলের কথায়, ফুয়েলিং পয়েন্ট তৈরি হওয়ায় ডিজেল লোকোমোটিভে দ্রুত জ্বালানি ভরা সহজ হবে। এর ফলে ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করতে পারে। (আরও পড়ুন: 'লেখিকা হিসেবেও আমন্ত্রণ...', 'অক্সফোর্ড বিতর্কে' এবার নয়া দাবি মমতার সরকারের)
আরও পড়ুন: 'ভারতে ২০০ কোটি মুসলিম...', ওয়াকফ সংশোধনীর প্রতিবাদে বেফাঁস মহুয়া
এদিকে এই নয়া ফুয়েলিং পয়েন্টের জেরে রেলের নিরাপত্তা বা সুরক্ষা বিঘ্নিত হতে পারে কি? এই প্রশ্নের জবাবে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই ফুয়েলিং পয়েন্টে যাবতীয় সুরক্ষা ফিচার রয়েছে। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে। এরই সঙ্গে রানাঘাট লাইনে ডিজেল ট্রেন চলাচলের খরচ কমিয়ে রেলের আয় বাড়াতে সাহায্য করবে এটি। (আরও পড়ুন: ভারতীয় মুসলিমদের বাংলাদেশে নিতে চায় 'তৌহিদি জনতা', হুঁশিয়ারি লং মার্চের)
আরও পড়ুন: বাংলাদেশি হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ তুলসির, ঘুম উড়ল ইউনুসের, ঢাকা বলল...
উল্লেখ্য, এই ফুয়েলিং পয়েন্টটি রেললাইনে পাশেই আছে। ট্রেনগুলি যাতে সুবিধাজনক স্থানে জ্বালানি নিতে পারে, তাই এই ব্যবস্থা। পূর্ব রেলের তরফে বলা হয়, এর আগে রানাঘাট ডিজেল লোকোমোটিভগুলিকে বেলিয়াঘাটা লোকো শেড কিংবা শিয়ালদাতে আসতে হত জ্বালানি ভরাতে। এতে সময় লাগত অনেকটা। পাশাপাশি খরচও