শুধুমাত্র মিথ্যে অভিযোগ উঠেছিল অষ্টম শ্রেণির ছাত্রীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল, পরীক্ষায় নকল করে লিখেছে ওই স্কুল ছাত্রী। এই অপবাদ সহ্য করতে পারেনি অষ্টম শ্রেণির ওই স্কুল ছাত্রী। আর এই অপবাদ সহ্য করতে না পেরে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল অষ্টম শ্রেণির এক ছাত্রী। নিউ জলপাইগুড়ি শহরের দেবনগর এলাকায় ওই ছাত্রীর বাড়ি। যেখান থেকে একটি হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার হয়েছে।
ঠিক কী লেখা আছে সুইসাইড নোটে? ওই সুইসাইট নোটটি নিজের হাতে লিখেছিলেন ছাত্রী। যেখানে সে দাবি করেছে, পরীক্ষায় নকল করার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তার নামে। এটা তাঁর পক্ষে মেনে নেওয়া অসম্ভব ছিল। তাই লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথকেই বেছে নিতে হল। এই সুইসাইড নোট হাতে পেয়ে ছাত্রীর পরিবার এখন চোখের জলকে সম্বল করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের এক ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
ঠিক কী ঘটেছে নিউ জলপাইগুড়িতে? পরিবার সূত্রে খবর, অষ্টম শ্রেণির এই ছাত্রীর নাম শ্রেয়া। তার বিরুদ্ধে পরীক্ষায় নকল করার অভিযোগ তুলেছিল স্কুল কর্তৃপক্ষ। আর সেটা একজন ছাত্রীর মিথ্যে অভিযোগের ভিত্তিতে করা হয়েছিল। একবারও যাচাই করে দেখা হয়নি। কিন্তু সে নকল করেনি বলে বারবার বলেছিল। এই মিথ্যে অভিযোগের পর থেকেই বাড়িতে মনমরা হয়ে পড়েছিল শ্রেয়া। এরপর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
আর কী জানা যাচ্ছে? এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছাত্রীর বাবা–মা কান্নায় ভেঙে পড়েছেন। তাঁরা শ্রেয়ার মৃত্যুর জন্য স্কুল এবং ওই ছাত্রীকে দায়ী করেছেন। আত্মহত্যার খবর পেয়ে কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। স্কুল এবং ওই ছাত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে পরিবার। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।