বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’, কল্যাণের বিরুদ্ধে নেটপাড়ায় পোস্টার দিল অভিষেকের ভাই

‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’, কল্যাণের বিরুদ্ধে নেটপাড়ায় পোস্টার দিল অভিষেকের ভাই

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও থেমে থাকার বান্দা নন। তাঁর ঘনিষ্ঠরা পাল্টা প্রচার নেটমাধ্যমে শুরু করবেন।

চ্যাপ্টার ক্লোজড লেখা হলেও দেখা যাচ্ছে অধ্যায়ের সমাপ্তি ঘটছে না। হ্যাঁ, ইস্যুটি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতৃত্বের দাওয়াই কাজে আসছে না। ফলে দলের অন্দরে বিভক্ত পরিবেশ তৈরি হচ্ছে। কারণ বিষয়টি নিয়ে এবার অভিষেকের পক্ষ নিয়েছে তাঁর পরিবার। ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ বলে নেটমাধ্যমে পোস্টার পড়েছে। আর এই সংযোজন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। সুতরাং দলের অন্দরে খেলা জমে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

কেমন টুইট সেটি?‌ দেখা গিয়েছে, ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ মর্মে একটি পোস্টার টুইট করা হয়েছে। আর লেখা হয়েছে, ‘নিজেকে হাস্যস্পদ না করে আপনার চারদিকে যে পরিবর্তন ঘটছে, তাকে সসম্মানে মেনে নিন।’ টুইটের কোথাও কল্যাণের নাম নেই। শুধু টুইটে যুক্ত করা হয়েছে ‘উইথএবি’ হ্যাশট্যাগ। যার অর্থ দাঁড়ায় ‘এবি’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। সুতরাং সৌগত, কুণাল, অপরূপা, মদন চ্যাপ্টার ক্লোজড হলেও নয়া অধ্যায় শুরু হয়ে গিয়েছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও থেমে থাকার বান্দা নন। তাঁর ঘনিষ্ঠরা পাল্টা প্রচার নেটমাধ্যমে শুরু করবেন। যেখানে লেখা থাকবে, ‘শ্রীরামপুর আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই চায়।’ ফলে বিষয়টি নবান্ন পর্যন্ত গড়াবে বলে মনে করা হচ্ছে। কারণ কল্যাণ ফেসবুকে শিরদাঁড়া সংক্রান্ত একটি কবিতা পোস্ট করেছেন। তফাৎ শুধু শিরদাঁড়ায়—লাইনটি উল্লেখ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটি শ্রীজাতর কবিতা।

আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার পাল্টা লোকসভার মুখ্যসচেতকের পদ থেকে পদত্যাগ করতে বলেছিলেন কল্যাণকে। এমনকী ফেসবুকে শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতা ‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও’–এর দু’টি পংক্তি পোস্ট করেছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও পোস্ট করেছেন। তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা শৃঙ্খলারক্ষা কমিটির অন্যতম নেতা পার্থ চট্টোপাধ্যায় দু’‌জনের সঙ্গে যোগাযোগ করে বিবাদ থামান। তার পরেও বিবৃতি-পাল্টা বিবৃতি চলে। তারপরই কল্যাণকে নিশানা করে প্রথমে টুইট করেন মুখ্যমন্ত্রীর বোনের মেয়ে অদিতি গায়েন। তাঁর পরে টুইট করেন অভিষেকের ভাই আকাশ।

বাংলার মুখ খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.