বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Panchayat Vote: অগস্টেই কি পঞ্চায়েত ভোট? বকেয়া কাজ শেষ করতে বলল নবান্ন

Panchayat Vote: অগস্টেই কি পঞ্চায়েত ভোট? বকেয়া কাজ শেষ করতে বলল নবান্ন

গ্রামের সরকারি প্রকল্পের কাজ কতটা হয়েছে জানতে চাইল নবান্ন। প্রতীকী ছবি

গ্রামীণ উন্নয়ন কতটা হল তারই প্রতিফলন অনেক ক্ষেত্রে পঞ্চায়েতের ভোট বাক্সে দেখা যায়। এদিকে বাংলার সিংহভাগ ক্ষেত্রে পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে তৃণমূল। সেক্ষেত্রে কাজ না হলে আঁচ পড়বে তৃণমূলের উপরেই।

পঞ্চায়েত ভোট কবে হবে এনিয়ে এখনও সরকারিভাবে কোনও নির্দেশিকা আসেনি। অনেকেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা শেষ না হওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোট হওয়া সম্ভব নয়। তবে পঞ্চায়েত ভোটের দিন এখনও ঘোষণা না হলেও সরকারি তরফে কিন্তু বকেয়া কাজ শেষ করার ব্যাপারে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনকী নবান্নের তরফে এনিয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার নবান্নে মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এক বৈঠক হয়। সেখানে রা্জ্য জুড়ে কোন প্রকল্পগুলি বকেয়া রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। মূলত গ্রামীণ এলাকার উপর ফোকাস করা হচ্ছে। বাংলার গ্রামে কোন কাজ এখনও হয়নি, কোন কাজগুলি এখনই করা দরকার এনিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে দ্রুত সেগুলি শেষ করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ওয়াকিবহাল মহলের মতে, মূলত পঞ্চায়েত ভোটের দিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মূলত অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যাবতীয় বকেয়া কাজ শেষ করার ব্যাপারে নির্দেশ দেওয়া হচ্ছে। এদিকে রাজ্য়ে ত্রিস্তর পঞ্চােয়েতের মেয়াদ শেষ হচ্ছে আগামী অগস্ট মাসের ১৩ তারিখে। তার আগে যাতে বকেয়া কাজ শেষ করা হয় সেব্যাপারে নির্দেশ দেওয়া হচ্ছে।

মূলত পথশ্রী, রাস্তাশ্রী, আবাস যোজনা, পানীয় জলের সরবরাহ করা সহ নানা ক্ষেত্রে কাজ কতদূর হয়েছে সেটাও জানতে চাইছেন রাজ্যস্তরের আধিকারিকরা। যে কাজগুলি এখনও হয়নি সেটা দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটকে ঘিরে নতুন করে জল্পনা ছড়াতে শুরু করেছে। তবে কি আগামী অগস্ট মাসে পঞ্চায়েত ভোট হতে পারে? সেদিকে লক্ষ্য রেখেই কি এগোচ্ছে সরকার? কিন্তু ভোট কবে হবে তা নিয়ে সরকারি তরফে কোনও কিছু ঘোষণা করা হয়নি। কারণ গোটা বিষয়টি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর। এদিকে রাজ্যের তরফেও এনিয়ে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি বলে খবর। সেক্ষেত্রে সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচন এখনও কত দূরে সেটাই এখন দেখার।

ওয়াকিবহাল মহলের মতে, গ্রামীণ উন্নয়ন কতটা হল তারই প্রতিফলন অনেক ক্ষেত্রে পঞ্চায়েতের ভোট বাক্সে দেখা যায়। এদিকে বাংলার সিংহভাগ ক্ষেত্রে পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে তৃণমূল। সেক্ষেত্রে কাজ না হলে আঁচ পড়বে তৃণমূলের উপরেই। রবিবার রায়নাতে গিয়ে সেই অসন্তোষের আঁচ টের পেয়েছেন অভিষেক। সেক্ষেত্রে ক্ষোভ না কমিয়ে ভোট করা কতদূর সম্ভব তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।

 

বন্ধ করুন