বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মুন্না কোড নামে দল ভারী করত জলঙ্গির শামিম আনসারি, গ্রেফতারির পর জানাল এনআইএ–কে

মুন্না কোড নামে দল ভারী করত জলঙ্গির শামিম আনসারি, গ্রেফতারির পর জানাল এনআইএ–কে

পশ্চিমবঙ্গ থেকে ধৃত ৬ আল কায়দা জঙ্গি। ফাইল ছবি সৌজন্য : পিটিআই (PTI)

আল কায়দার স্লিপার সেলের সদস্য শামিম। কেরলে রাজমিস্ত্রির কাজ করত সে।

শুক্রবারই মুর্শিদাবাদের জলঙ্গি থেকে জঙ্গি সন্দেহে শামিম আনসারি নামে এক যুবককে আটক করা হয়। জেরায় তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়ায় পর জলঙ্গির নওদাপাড়ার কালীগঞ্জ গ্রামের ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। রবিবার এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানের স্পনসর করা এক আল কায়েদা মডিউলের সঙ্গে জড়িত রয়েছে আনসারি।

এর আগে ধৃত ৯ জনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। শামিমের মোবাইল বাজেয়াপ্ত করে তাকে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারীরা। জানা গিয়েছে, আল কায়দার স্লিপার সেলের সদস্য শামিম। কেরলে রাজমিস্ত্রির কাজ করত সে। বছর দেড়েক আগে গ্রামে ফেরার পর থেকে ধৃত জঙ্গি আল কামালের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই আল কামাল আসলে শামিমের প্রতিবেশী। তার বিরুদ্ধে অভিযোগ, সে শিশুশিক্ষা কেন্দ্রের আড়ালে ধর্ম ও জেহাদের নামে ছোটদের মগজধোলাই করত।

এনআইএ–র তদন্তকারীরা জানতে পেরেছেন, আল কামালের সঙ্গে সারাদিনই থাকত শামিম। বিভিন্ন বৈঠকেও হাজির ছিল। শামিম আনসারির কোড নাম ছিল মুন্না। তার কাজ ছিল ১৮ থেকে ২০ বয়সী যুবকদের বুঝিয়ে–সুঝিয়ে জেহাদের পাঠ পড়ানো এবং দলে যুক্ত করা। বেশ কিছু জঙ্গিকে বাংলাদেশ সীমান্ত পার করতেও সাহায্য করেছে সে। তাকে শীঘ্রই দিল্লিতে এনআইএ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

এদিকে, শামিমের গ্রেফতারির পর মানসিকভাবে ভেঙে পড়েছে তার পরিবার। সংসারে সে–ই একমাত্র উপার্জনকারী ছিল। আর গ্রামবাসীরা বিশ্বাস করতেই পারছে না যে শামিম জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

বাংলার মুখ খবর

Latest News

'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে শুরু যান চলাচল!'এক পা এগিয়ে, চার পা পিছোন মমতা'-শুভেন্দু ‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.