বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুন হয়েছিলেন ২০২৩ সালের মে মাসে। অভিযোগ উঠেছিল তাকে প্রথমে অপহরণ করা হয়। এরপর তাকে খুন করা হয়। তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজয়ের পরিবারের লোকজন।

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। আর এবার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুনের মামলায় তৎপর হল এনআইএ। আজ শনিবার পূর্ব মেদিনীপুরের ময়নায় পৌঁছন এনআইএ’র তদন্তকারী আধিকারিকরা। এই মামলায় আগেই এনআইএকে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে ডিভিশন বেঞ্চও এনআইএ তদন্তের বিষয়টি বহাল রাখে। এদিন এনআইআয়ের আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আরও পড়ুন: বিজেপি কর্মী খুনের পরেও করা হয়নি FIR, পুলিশকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

প্রসঙ্গত, ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুন হয়েছিলেন ২০২৩ সালের মে মাসে। অভিযোগ উঠেছিল তাকে প্রথমে অপহরণ করা হয়। এরপর তাকে খুন করা হয়। তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজয়ের পরিবারের লোকজন। কিন্তু, অভিযোগ পুলিশ ঠিকমতো ঘটনায় তদন্ত করেনি। এরপরেই সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরিবারের লোকজন। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরে ডিভিশন বেঞ্চ ও এনআইএ অদন্তের নির্দেশ বহাল রাখে।

উল্লেখ্য, এই মামলায় ৩৬ জনের নামে এফআইআর হয়েছিল। তাদের সকলেই তৃণমূল নেতা। নিহত বিজয়ের স্ত্রী লক্ষ্মীর অভিযোগ, তমলুকের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দুইল ও তৃণমূল নেতা শেখ শাজাহান এই ঘটনার ষড়যন্ত্রকারী। 

এদিকে, এর আগের দিন কাঁথি গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। ২০২১ সালের ৩০ মার্চ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণের আগে কাঁথি-৩ ব্লকের ভাজাচাউলিতে জনমেজয় দোলুই নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। প্রথমে জনমেজয়কে নিজেদের দলের কর্মী বলে দাবি করে এক সিপিএম কর্মী মারিশদা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরে মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে আবেদন করে। সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। তবে বিজেপির দাবি জনমেজয় তাদের দলের নেতা ছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে সেই খুনের অভিযোগ উঠেছিল। সেই বিজেপি নেতার খুনের ঘটনার তদন্তে এর আগের দিন সিবিআই এসেছিল।

বাংলার মুখ খবর

Latest News

সাত দিন পর মুক্ত কলতান, বললেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই রুখতে পারবে না ওরা এ যেন অশ্বমেধের অপ্রতিরোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার-শ্রদ্ধার ছবি থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক কবে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং? রাজ্যের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনজীবীর কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.