বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নিশীথের বাড়ি ঘেরাওয়ের দিনই BJPতে যোগ মন্ত্রী উদয়নের ভাগ্নীর, মামা যা বললেন…

নিশীথের বাড়ি ঘেরাওয়ের দিনই BJPতে যোগ মন্ত্রী উদয়নের ভাগ্নীর, মামা যা বললেন…

বিজেপিতে যোগ দিলেন উদয়ন গুহের ভাগ্নী। সংগৃহীত ছবি

উদয়নের পরিবারেই এবার পদ্ম ফুটিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর সেটা এমন একটা দিনে যেদিন নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে বিক্ষোভে তৃণমূল। ঠিক যখন বিক্ষোভ তখনই বিজেপির জেলা কার্যালয়ে পদ্ম আঁকা পতাকাটা হাতে তুলে নিলেন উদয়ন গুহের ভাগ্নী।

সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি তৃণমূলের। আর সেদিনই তৃণমূলকে চাপে ফেলতে বড় পদক্ষেপ নিল বিজেপি। কোচবিহার বিজেপির দাবি, এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ভাগ্নী বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন বিজেপির জেলা কার্যালয়ে উদয়নের ভাগ্নী উজ্জ্বয়িনী রায় পদ্ম আঁকা পতাকা হাতে তুলে নেন। বিজেপির একাধিক নেতা নেত্রী এই অনুষ্ঠানে হাজির ছিলেন। 

এদিকে সকাল থেকে নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি নিয়েছিল তৃণমূল। কিন্তু যেভাবে ব্যারিকেড আর পুলিশি তৎপরতা তাতে যথেষ্টই চাপে ছিল শাসকদল। এমনটাই মত অনেকের। জেলা তৃণমূলের একাধিক নেতাকে অবস্থান মঞ্চে দেখা যায়নি। তবে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ অবস্থান মঞ্চে ছিলেন। বিজেপির বিরুদ্ধেও সুর চড়ানোর চেষ্টা করেন তৃণমূল নেতারা। তবে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির দিকে বিশেষ যাননি তাঁরা। কারণ সামনেই ছিল কেন্দ্রীয় বাহিনীর বেষ্টনী। বাঁশ দিয়েও গার্ড করা ছিল। 

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় মন্ত্রী তথা নিশীথ প্রামাণিকের সহায়তাতেই এদিন উদয়ন গুহের ভাগ্নী বিজেপিতে যোগ দেন। কার্যত উদয়নের পরিবারেই  এবার পদ্ম ফুটিয়ে দিলেন নিশীথ প্রামাণিক। আর সেটা এমন একটা দিনে যেদিন নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে বিক্ষোভে তৃণমূল। ঠিক যখন বিক্ষোভ তখনই বিজেপির জেলা কার্যালয়ে পদ্ম আঁকা পতাকাটা হাতে তুলে নিলেন উদয়ন গুহের ভাগ্নী।

উজ্জ্বয়িনী জানিয়েছেন, মাননীয় সাংসদ নিশীথ প্রামাণিকের সহযোগিতায় বিজেপিতে যোগ দিলাম। নরেন্দ্র মোদীর আদর্শ পালন করে সবার সমর্থনে আমি এই দলকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। নরেন্দ্র মোদীর আদর্শে রাজনীতি করার কথা জানিয়েছেন ভাগ্নী।

উত্তরবঙ্গে বিজেপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করতে চান উজ্জ্বয়িনী। অন্যদিকে দাদু কমল গুহের নামও উল্লেখ করেন তিনি। প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা তথা উদয়ন গুহের পিতা কমল গুহের বিগতদিনের উন্নয়নের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

  আর ভাগ্নীর বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে উদয়ন গুহ জানিয়েছেন, কে কোন দলে যোগ দেবেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আর বিজেপি নেতৃত্বের দাবি, আমরা কোচবিহারে যোগদান করাতে থাকলে তৃণমূল ফাঁকা হয়ে যাবে। বেছে বেছে যোগদান করানো হচ্ছে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন