বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Birbhum: বীরভূমের গ্রামজুড়ে ছুটে বেড়াচ্ছে প্রাণীটি কে?‌ অবাক করা ঘটনা দেখে ভিড় মানুষের

Birbhum: বীরভূমের গ্রামজুড়ে ছুটে বেড়াচ্ছে প্রাণীটি কে?‌ অবাক করা ঘটনা দেখে ভিড় মানুষের

নীলগাই এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াতে শুরু করে।

প্রাণীটি এখনও পর্যন্ত এলাকায় কোনও ক্ষতি করেনি। অজস্র মানুষদের দেখে সে এক জায়গা থেকে অন্য জায়গা ভয়ে ছুটে বেড়াচ্ছে। যেহেতু আগে এই ধরনের প্রাণী এলাকায় কোথাও দেখা যায়নি। সকাল থেকেই উৎসাহের সঙ্গে ভিড় জমাতে শুরু করেন মানুষজন। খুব তাড়াতাড়ি তাকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে।

নীলগাই দেখেছেন?‌ বুধবারের সকালটা যেন এই প্রশ্ন দিয়েই শুরু হল। বীরভূমের বাসিন্দারা নীলগাইয়ের নাম শুনেছেন। কিন্তু তা চোখে কখনও দেখেননি। কিন্তু বুধবার বীরভূমের পাঁড়ুই থানার অন্তর্গত অবিনাশপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে একটি নীলগাই–কে ঘুরে বেড়াতে দেখা যায় বলে খবর। আর তার জেরে উৎসাহী মানুষজনকে ভিড় করতে দেখা নানা প্রান্তে। কারণ সাতসকালে এমন আজব প্রাণীকে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। তাতে প্রথমে এলাকার বাসিন্দারা হতচকিত হয়ে পড়েন। তারা এটিকে অনেকেই ভাবছিলেন হরিণ।

ঠিক কী ঘটেছে বীরভূমে?‌ স্থানীয় সূত্রে খবর, প্রথমে এটিকে হরিণ ভেবেছিলেন সবাই। তারপর জানা যায় এটি হরিণ নয়, এটি আসলে নীলগাই। হঠাৎ এমন প্রাণীকে এলাকায় দেখতে পাওয়ায় বাসিন্দাদের মধ্যে উৎসাহ তৈরি হয়। এমনকী প্রাণীটির কাছে যাওয়ার চেষ্টা করা হয়। তখন নীলগাই এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াতে শুরু করে। এই এলাকার ইমাদপুর গ্রাম, বাদিলপুর গ্রামের মাঠে দৌঁড়ে বেড়াতে দেখা যায় নীলগাইকে। পরে বন দফতরের কর্মীদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে জানান, এটি হরিণ নয়, এটি আসলে নীলগাই।

কী জানাচ্ছে বন দফতর?‌ বন দফতর সূত্রে খবর, প্রাণীটি এখনও পর্যন্ত এলাকায় কোনও ক্ষতি করেনি। অজস্র মানুষদের দেখে সে এক জায়গা থেকে অন্য জায়গা ভয়ে ছুটে বেড়াচ্ছে। এই নীলগাইকে আয়ত্তে আনার জন্য দুবরাজপুর, বোলপুর, সিউড়ি এবং রাজনগর চার জায়গায় বন দফতরের কর্মীরা পৌঁছেছেন। পাড়ুই থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। তারা চেষ্টা চালাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব প্রাণীকে উদ্ধার করে এলাকা থেকে সরিয়ে পুনর্বাসন দেওয়ার। তবে অবশেষে নীলগাইকে উদ্ধার করা হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এলাকার বাসিন্দারা জানান, যেহেতু আগে এই ধরনের প্রাণী এলাকায় কোথাও দেখা যায়নি। সকাল থেকেই উৎসাহের সঙ্গে ভিড় জমাতে শুরু করেন মানুষজন। বন দফতরের কর্মীরাও সকাল থেকে দীর্ঘ পাঁচ ঘন্টার কাছাকাছি সময় ধরে নিজেদের প্রচেষ্টায় ওই নীলগাইকে ধরে নিয়ে যেতে সক্ষম হন। বীরভূমে এই ধরনের নীলগাই কোথাও না থাকলেও ঝাড়খণ্ড থেকে দলছুট হয়ে সেটি বীরভূমে চলে এসেছে। অচেনা জায়গায় এসে এই নীলগাইটি হতভম্ব হয়ে পড়ে। খুব তাড়াতাড়ি তাকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে।

বন্ধ করুন