ভ্যান চোর সন্দেহে এক যুবককে বাড়ির ভিতরে ঢুকে মুখে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে। আক্রান্তের নাম দেবজিৎ শিকদার। ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার নিমতা সুকান্তপল্লী এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন দেবজিৎ শিকদারের পরিবারের লোকজন। আক্রান্ত যুবককে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আক্রান্ত যুবক রাজমিস্ত্রির কাজ করে কোনওক্রমে সংসার চালান। শনিবার রাতে তাঁর বাড়িতে এসে ভ্যান চুরির অপবাদ দেয় তৃণমূল সমর্থক একদল যুবক। দুষ্কৃতীরা দেবজিতের মুখে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেয়। তার পর ব্যাপক মারধর করা হয় যুবককে। ছাড় পাননি যুবকের ঠাকুমা - বাবা ও ভাই। আহত দেবজিৎকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করেন পরিবারের সদস্যরা। অভিযোগ মারধর করেই থামেনি তৃণমূল সমর্থক যুবকরা। আক্রান্তের পরিবারের সদস্যরা নিমতা থানায় অভিযোগ জানাতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
এই বিষয়ে বিজেপি নেতা জয় সাহা বলেন, তৃণমূলের লোকেরা নিজেদের হাতে আইন তুলে নিয়ে এই সমস্ত ধরনের অমানবিক ঘটনা ঘটাচ্ছে। আর প্রশাসন সবকিছু জেনেও না জানার অভিনয় করছে। অন্যদিকে নিমতা পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের যোগসূত্র নেই। তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ হচ্ছে। তবে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়, যারা এই ঘটনায় অভযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
নিমতা থানায় অভিযোগ হলেও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।