বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তালিবান থেকে তৃণমূল! খোলাখুলি জবাব নিশীথ প্রামাণিকের

তালিবান থেকে তৃণমূল! খোলাখুলি জবাব নিশীথ প্রামাণিকের

নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  (ফাইল ছবি)

‘যদি কোনও চ্যালেঞ্জ দেওয়া হয় সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে আমরা পারি।’

‘আফগানিস্তানে আটকে পড়া প্রত্যেক ভারতীয়কে উদ্ধার করা হবে। যতক্ষণ পর্যন্ত একজন ভারতীয় আফগানিস্তানে আটকে থাকবেন ততদিন পর্যন্ত ভারত চেষ্টা চালিয়ে যাবে। তাঁদেরকে সাহস যোগানো হচ্ছে। তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। তবে সরাসরি তালিবানের প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করেননি। এদিন তিনি বাগডোগরা বিমানবন্দরে নামতেই পুলিশের মধ্য়ে ব্যপক তৎপরতা দেখা যায়। এদিকে তাঁর সঙ্গে দেখা করতে প্রচুর গ্রেটার সমর্থক নারায়নী সেনা এসেছিলেন। তাদেরকেও আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে এদিন শিলিগুড়িতে তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, ‘উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। সেকারণেই রাগ দেখাচ্ছে তৃণমূল। গোর্খা, আদিবাসী, রাজবংশী মানুষ আমাদের   সঙ্গে রয়েছে।’ তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যদি কোনও চ্যালেঞ্জ দেওয়া হয় সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে আমরা পারি।’

 

 এর সঙ্গেই তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীদের বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নাম করে এই অতিমারি পরিস্থিতিতেও ভিড়ের মধ্যে বাসিন্দাদের আসতে বাধ্য করা হচ্ছে। তবে সেই প্রকল্পের সুবিধা আদৌ সাধারণ মানুষ পাবেন কি না তাতে সন্দেহ আছে। আসলে অতিমারির পরিস্থিতির কথা উল্লেখ করে বিভিন্ন এলাকায় বিজেপির কর্মসূচিতে বাধা দেওয়া নিয়ে রাজ্যসরকারের দ্বিচারিতা নিয়েই এদিন প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। 

 

বন্ধ করুন