লোকসভা ভোটের মুখে বিপদ বাড়ল কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। খুনের চেষ্টার মামলায় তাঁর রক্ষকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আদালতের এই নির্দেশের ফলে নিশীথকে প্রয়োজনে গ্রেফতার করতে পারবে পুলিশ।
এদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিল নিশীথের রক্ষাকবচের মামলার শুনানি। সওয়াল জবাব শেষে নিশীথকে রক্ষাকবচ দিতে অস্বীকার করে এসপি কেশরওয়ারি ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযোগের আঙুল ওঠে নিশীথের দিকে। অভিযোগ, নিশীথের নির্দেশে গুলি চালানো হয়েছিল। ওই ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে পুলিশ। সেই মামলায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত। সেই মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ। কিন্তু তাতেও কাজের কাজ হল না কিছু।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি অভিযোগ। ২০০৯ সালের একটি সোনা পাচারের মামলায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আলিপুরদুয়ার আদালত। সেই মামলায় গত বছর ১০ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন তিনি।