বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ কি মমতার হাতেই আছে? প্রশ্ন তুললেন নিশীথ প্রামাণিক

রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ কি মমতার হাতেই আছে? প্রশ্ন তুললেন নিশীথ প্রামাণিক

নিশীথ প্রামাণিক। ফাইল ছবি।

তাঁর দাবি, ‘পুলিশ পুলিশের মতো কাজ করছে না। পুলিশ দলদাস হয়ে কাজ করছে রাজ্যে। যেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক’।

রাজ্যের পুলিশমন্ত্রী কে? তাঁর কনভয়ে সশস্ত্র হামলার পরদিন এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রবিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তোলেন তিনি। শনিবার দুপুরে কোচবিহারের দিনহাটায় নিশীথের কনভয়ে বোমা - বন্দুক নিয়ে হামলা চালায় তৃণমূল। এর পর নিশীথের গাড়িতে একাধিক গুলির চিহ্নের মতো দাগ দেখা যায়।

এদিন নিশীথবাবু বলেন, ‘যারা এই পরিস্থিত তৈরি করলেন, যে পুলিশ অফিসারদের নেতৃত্বে এটা ঘটেছে তারা কীসের বিনিময়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে এটা করছে সেটা দেখবার বিষয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের পুলিশমন্ত্রী। আমাদের অনেক সময় ভাবতে হচ্ছে রাজ্যের পুলিশমন্ত্রীটা আসলে কে? পিসি কি রাজ্য চালাচ্ছেন না অন্য কেউ? আঘাত করল তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। সঙ্গে পুলিশকে নিয়ে। আক্রমণ হল আমার ওপরে, কেন্দ্রীয় মন্ত্রী। গাড়ির কাচ ভেঙেছে, গাড়িতে গুলি লাগল, বোমাবাজি হল। তার পর পুলিশ BJP কর্মীদের গ্রেফতার করছে, মারধর করছে, বাড়ি ঘেরাও করছে’।

তাঁর দাবি, ‘পুলিশ পুলিশের মতো কাজ করছে না। পুলিশ দলদাস হয়ে কাজ করছে রাজ্যে। যেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক’।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের বিরোধীরা অনেক সময় দাবি করেন, ২০২১ সালে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ আর পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। প্রশাসনের একাংশকে নিয়ন্ত্রণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই প্রশাসনের ওপর তলায় রদবদল হয়। এদিন নাম না করে কি সেই অভিযোগই আরেকবার করলেন নিশীথ?

 

বন্ধ করুন