বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হামলাকারীদের ওপর তো আমরা পুষ্পবৃষ্টি করব না, দেখুন কী হয়: নিশীথ প্রামাণিক

হামলাকারীদের ওপর তো আমরা পুষ্পবৃষ্টি করব না, দেখুন কী হয়: নিশীথ প্রামাণিক

নতুনহাটে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলছেন নিশীথ প্রামাণিক।

এদিন নতুনহাট যাওয়ার পথে সিঙ্গিমারিতে নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে তৃণমূল সমর্থকরা ইট ছোড়ে বলে অভিযোগ। পালটা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি সমর্থকরা। তারাও ইট ছুড়তে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

কনভয়ে হামলার পর তৃণমূলকে পালটা হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার কোচবিহারের নতুনহাটে আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে একথা বলেন তিনি।

এদিন তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন নিশীথবাবু। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘তৃণমূলের গুন্ডারা আমাদের একনিষ্ঠ কর্মীর মাথা ফাটিয়েছে। ৫টা সেলাই পড়েছিল। আজই সেলাই কেটেছে। আমি আমাদের আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেছি। আমাদের কোনও মিটিং - মিছিলের কর্মসূচি ছিল না। কিন্তু আক্রান্ত কর্মীদের পাশে আমি দাঁড়াবই।’

এর পরই তাঁর কনভয়ে হামলার প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে নিশীথবাবু বলেন, দেখুন, কেউ হামলা করলে তো আমরা পুষ্পবৃষ্টি করব না। দেখুন কী হয়।

এদিন নতুনহাট যাওয়ার পথে সিঙ্গিমারিতে নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে তৃণমূল সমর্থকরা ইট ছোড়ে বলে অভিযোগ। পালটা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি সমর্থকরা। তারাও ইট ছুড়তে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

পরিস্থিতি বেগতিক দেখে ময়দানে নামে পুলিশ। দুপক্ষকে দূরে সরিয়ে দেয় তারা। এর পর ফের যাত্রা শুরু করে নিশীথবাবুর কনভয়। কী করে কেন্দ্রীয় মন্ত্রীর পূর্ব নির্ধারিত যাত্রাপথে হামলা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, হামলা হতে পারে জেনেও কি ঘটনাস্থল থেকে তৃণমূলকর্মীদের সরায়নি পুলিশ?

বলে রাখি, গত ২৬ অক্টোবর এক দলীয় সভায় উদয়ন গুহ বলেন, ‘লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক জয়ী হয়ে আর এলাকার সাধারণ মানুষদের খোঁজ রাখেননি। তাই এবার পঞ্চায়েত নির্বাচন থেকে তৈরি থাকতে হবে। পঞ্চায়েত নির্বাচনকে ভর করে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোফ উপড়ে ফেলতে হবে’। তার পর নিশীথের কনভয়ে এই হামলার জল অনেকদূর গড়াবে বলে মনে করা হচ্ছে।

 

বন্ধ করুন