বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Nisith Pramanik: আবাস যোজনা বিতর্কে নাম জড়াল নিশীথের, তালিকায় মন্ত্রীর বাবার নাম থাকার অভিযোগ

Nisith Pramanik: আবাস যোজনা বিতর্কে নাম জড়াল নিশীথের, তালিকায় মন্ত্রীর বাবার নাম থাকার অভিযোগ

নিশীথ প্রামাণিক। ফাইল ছবি।

তৃণমূলের অভিযোগ, কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই অভিযোগের প্রেক্ষিতে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় একের পর এক তৃণমূল নেতা বা তাদের পরিবারের সদস্যদের নাম থাকায় চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল। এই আবহে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে গুরুতর অভিযোগ তুলল ঘাসফুল শিবির। তৃণমূলের অভিযোগ, কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই অভিযোগের প্রেক্ষিতে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন।

তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে বিধুভূষণ প্রামাণিকের। তিনি নিশীথের বাবা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘নিশীথ প্রামাণিকের বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তাঁর বাবার নাম রয়েছে। ছ’বছর আগে সমীক্ষা হয়েছে। সেই সময় অনেকের পাকা ঘর ছিল না। এই ছ’বছরে অনেকে পাকা ঘর তৈরি করেছেন। কিন্তু তালিকায় তাঁদের নাম রয়েছে। বিজেপি এ নিয়ে রাজনীতি করছে। এ বার তো নিশীথ প্রামাণিকেরও বাবার নাম উঠেছে। এটা নিয়ে বিজেপি রাস্তায় নামুক।’ এই আবহে নিশীথের পালটা অভিযোগ, নিজেদের দুর্নীতি ঢাকতে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃত ভাবে তাঁর বাবার নাম ঢুকিয়েছে তালিকায়।

সংবাদমাধ্যমের কাছে নিশীথ অভিযোগ করেন, আবাস যোজনার তালিকায় বেছে বেছে দলের নেতাদের নাম ঢুকিয়েছে তৃণমূল। এর জেরে যোগ্য ব্যক্তিরা তালিকায় ঠাঁই পাননি। এখন সাধারণ মানুষের প্রশ্নের মুখোমুখি হয়ে তৃণমূল জবাবহীন। ওরা এই আবহে প্রভাব খাটিয়ে তালিকায় বিজেপি নেতাদের নাম ঢোকাচ্ছে বদনাম করার জন্য। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, তালিকায় বাবার নাম থাকার খবর তাঁর কানে আসতেই তিনি জেলাশাসকের কাছে মেল করে জানিয়ে দেন, তিনি এই ধরনের কোনও প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেননি। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। নিশীথের কথায়, এই আবহে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

 

বাংলার মুখ খবর

Latest News

পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য যোগ্যতা সার্টিফিকেট দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.