বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Nitin Gadkari: শিলিগুড়ির মঞ্চে আচমকাই অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি

Nitin Gadkari: শিলিগুড়ির মঞ্চে আচমকাই অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি

 কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি(File Photo: Mint) (MINT_PRINT)

সকাল ১১টা নাগাদ শিলিগুড়ি এসেছিলেন নীতিন। এরপর একের পর এক কর্মসূচি। কিন্তু শিলিগুড়ির দাগাপুরের মঞ্চেই অসুস্থ হয়ে পড়়লেন কেন্দ্রীয় মন্ত্রী। এনিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে।

উত্তরবঙ্গ সফরে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। সূত্রের খবর, তাঁর রক্তে সম্ভবত শর্করার মাত্রা কমে গিয়েছে। সেকারণেই তিনি আচমকা অসুস্থ বোধ করেন।তাঁকে স্যালাইন দেওয়া হয়েছে বলে খবর।

বৃহস্পতিবার শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত রাস্তার উদ্বোধন করতে এসেছিলেন তিনি। শিলিগুড়ির অনুষ্ঠান শেষ করে তাঁর ডালখোলায় অন্য একটি উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। তবে এদিন দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর মাঠে রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় মঞ্চেই অসুস্থতা বোধ করেন কেন্দ্রীয় সডক পরিবহণ মন্ত্রী। এরপরই দ্রুত তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। কার্যত গ্রিন করিডর করে চিকিৎসককেও আনা হয় সেখানে।

সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের মাটিগাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে কেন্দ্রীয় মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় ডালখোলার কর্মসূচি বাতিল হতে পারে বলে সূত্রের খবর। আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলে খবর।

এদিন সকাল ১১টা নাগাদ শিলিগুড়ি এসেছিলেন নীতিন। এরপর একের পর এক কর্মসূচি। কিন্তু শিলিগুড়ির দাগাপুরের মঞ্চেই অসুস্থ হয়ে পড়়লেন কেন্দ্রীয় মন্ত্রী। এনিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে।

 

বন্ধ করুন