বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চালু হয়ে গেল নিউ জলপাইগুড়ি–দার্জিলিং টয়ট্রেন পরিষেবা, ফিরছে নৈসর্গিক দৃশ্য

চালু হয়ে গেল নিউ জলপাইগুড়ি–দার্জিলিং টয়ট্রেন পরিষেবা, ফিরছে নৈসর্গিক দৃশ্য

টয়ট্রেনের জয়রাইড ফের চালু দার্জিলিংয়ে  (ফাইল ছবি)

এবার এই নস্টালজিক পরিষেবা চালু হতে পর্যটকদের মনে খুশির হাওয়া।

দীর্ঘ খারাপ খবরের শেষে যেন সুখবরের বার্তা। আবার নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত নস্টালজিক রুটে টয়ট্রেনের যাত্রা শুরু হল। অনেকেরই মনে পড়ে গেল পুরনো সেই ফিল্মের গান—মেরি স্বপ্ন কি রানি কব আয়গি তু। এখানে তিন মাস বন্ধ ছিল টয়ট্রেন পরিষেবা। কারণ ভয়াবহ ধস নেমেছিল এখানে। এবার এই নস্টালজিক পরিষেবা চালু হতে পর্যটকদের মনে খুশির হাওয়া।

এই বিষযে দার্জিলিং–হিমালয়ান রেলওয়ের অধিকর্তা একে মিশ্র বলেন, ‘‌গত ১৯ অক্টোবর কার্শিয়াংয়ে ধস নেমেছিল। ফলে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। লাইন মেরামতির কাজ এখন শেষ হয়েছে। তাই আবার পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। এখন পর্যটক কম থাকলেও ভাল সাড়া মিলছে। পর্যটকদের পরিষেবা দিতে এখন প্রস্তুত টয়ট্রেন।’‌

এই পরিষেবা চাহিদা এত কেন?‌ ডিএইচআর সূত্রে খবর, এই পরিষেবার চাহিদা বৃদ্ধি পেয়েছে সাইড সিনের জন্য। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তার সঙ্গে যুক্ত হয় জঙ্গল। যার নৈসর্গিক দৃশ্য পর্যটকদের রোমাঞ্চিত করে। একইসঙ্গে টয়ট্রেনে চেপে দার্জিলিংয়ে পৌঁছে যাওয়া যায়। তাই পর্যটকদের কাছে এই পরিষেবার চাহিদা বেশি।

রেল সূত্রে খবর, নাগাড়ে বৃষ্টিতে কার্শিয়াংয়ের ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নামায় ক্ষতিগ্রস্ত হয় ট্রেন লাইন। তাই এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেনের যাত্রাপথ থমকে যায়। তখন পর্যটকরা উত্তরবঙ্গে এসেও টয়ট্রেন সফর করতে পারেনি। এখন রাস্তা ঠিক হয়ে যাওয়ায় নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা চালু হয়। উত্তরবঙ্গে আসা পর্যটকদের কাছে মূল আকর্ষণ হলো কাঞ্চনজঙ্ঘা, চা এবং টয়ট্রেন। তাই আশার আলো দেখছেন ট্যুর অপারেটররা।

বন্ধ করুন