সুকান্ত মজুমদারকে এই দাবী করতে শোনা গেলেও অবশ্য তা নিয়ে বিন্দুমাত্র মুখ খোলেননি দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বরঞ্চ মাথা নিচু করে সর্বক্ষণ বসে থাকতে দেখা যায় দিলীপ ঘোষকে।
বেশ কয়েকদিন ধরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতবিরোধ প্রকাশ্যে আসছে। দিলীপ ঘোষ বেশ কয়েকবার বলেছেন, ‘সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম।’ এই পরিস্থিতিতে তাদের দুজনের মধ্যে মতবিরোধ নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে তাদের মধ্যে যে কোনওরকম মতবিরোধের তা বোঝাতে মরিয়া সুকান্ত মজুমদার। তিনি বললেন, ‘আমাদের মধ্যে কোনও মত বিরোধ নেই।’
দুজনের মধ্যে যে মতবিরোধ নেই তা বোঝাতে মেদিনীপুরের সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষকে পাশের চেয়ারে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘আমাদের মধ্যে কোনও মতপার্থক্য নেই। দিলীপ দা দীর্ঘদিন ধরে দলকে সার্ভিস দিয়ে আসছেন। তাঁর আগে রাহুল দা ছিলেন। মতের মিল নাই থাকতে পারে তবে আমাদের মধ্যে কোনও রকমের মতপার্থক্য বা মতবিরোধ নেই।’ তবে সুকান্ত মজুমদারকে এই দাবী করতে শোনা গেলেও অবশ্য তা নিয়ে বিন্দুমাত্র মুখ খোলেননি দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বরঞ্চ মাথা নিচু করে সর্বক্ষণ বসে থাকতে দেখা যায় দিলীপ ঘোষকে।