বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বৃষ্টি আছে, পুবালি হাওয়া আছে, ইলিশের দেখা নেই রূপনারায়ণ, হলদিতে

বৃষ্টি আছে, পুবালি হাওয়া আছে, ইলিশের দেখা নেই রূপনারায়ণ, হলদিতে

ইলিশের দেখা নেই রূপনারায়ণ, হলদিতে। প্রতীকী ছবি ( AFP) (AFP)

সারাবছর এই ইলিশের মরসুমের দিকে তাকিয়ে থাকেন মৎস্যজীবীরা। এই সময়টাতেই ইলিশ ধরে তাঁদের একটু বাড়তি রোজগার হয়। ইলিশ ধরার অনুকূল আবহাওয়াও রয়েছে। কিন্তু ইলিশ যেন লুকিয়ে পড়েছে অন্য় কোথাও।

ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। কিন্তু ইলিশের দেখা নেই। পুজোর মুখে মৎস্যজীবীদেরও মন ভালো নেই। আবহাওয়া অনুকূল থাকলেও ইলিশ ধরা পড়ছে না জালে। রূপনারায়ণ ও হলদি নদীতে জাল ফেলছেন মৎস্যজীবীরা। কিন্তু ইলিশ ধরা পড়ছে না। এদিকে নদীর সেই মিষ্টি জলের ইলিশের বরাবরই চাহিদা থাকে আম বাঙালির কাছে। কিন্তু কেন এই ইলিশের খরা তা কিছুতেই বুঝতে পারছেন না পোড় খাওয়া মৎস্যজীবীরাও।

মৎস্যজীবীদের দাবি, পুবালি হাওয়া বইছে। ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে। আকাশ মেঘলা। এই সময়ই ইলিশ ধরার আদর্শ সময়। কিন্তু খালি জাল নিয়ে এক বুক শূন্য়তা নিয়ে বাড়ি ফিরছেন মৎস্যজীবীরা। পূর্ব মেদিনীপুরের গেঁওখালি, কুকড়াহাটি কিংবা হলদিয়ার টাউনশিপে এখন শুধুই মন খারাপের ছবি।

স্থানীয় সূত্রে খবর, রূপনারায়ণ, হলদি কিংবা হুগলি নদীর জলে দেখা মিলছে না ইলিশের। রুপোলি শস্যের এই আকাল দেখে হতাশ মৎস্যজীবীরা। এদিকে সারাবছর এই ইলিশের মরসুমের দিকে তাকিয়ে থাকেন মৎস্যজীবীরা। এই সময়টাতেই ইলিশ ধরে তাঁদের একটু বাড়তি রোজগার হয়। ইলিশ ধরার অনুকূল আবহাওয়াও রয়েছে। কিন্তু ইলিশ যেন লুকিয়ে পড়েছে অন্য় কোথাও। কোথাও দেখা নেই ইলিশের। কবে ইলিশের দেখা মিলবে, কবে হাসি ফুটবে মৎস্যজীবীদের পাশাপাশি মাছে ভাতে বাঙালির মুখে সেটাই এখন দেখার।  

বন্ধ করুন