বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মমতার কর্মসূচির তোরণে কোথাও নেই 'বীরভূমের বাঘের' ছবি, কেষ্ট গড়ে নয়া কৌশল?

মমতার কর্মসূচির তোরণে কোথাও নেই 'বীরভূমের বাঘের' ছবি, কেষ্ট গড়ে নয়া কৌশল?

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। (ফাইল ছবি)

এর আগে অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলে উল্লেখ করেছিলেন ফিরহাদ হাকিম। এমনকী জেল থেকে বের হলে বীরের সম্মান দেওয়ার কথা জানিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বীরের ছবি কেন তোরণে থাকছে না?

গরুপাচারের ঘটনায় অভিযুক্ত হয়ে আপাতত জেলবন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিকে সেই বীরভূমেই পঞ্চায়েতের প্রশাসনিক বৈঠক ও দলীয় কর্মসূচি পালনের জন্য ৩০ জানুয়ারি আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। তোরণে তোরণে সাজিয়ে তোলা হয়েছে বীরভূমের নানা প্রান্ত। সেখানে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, একাধিক জনপ্রতিনিধির ছবি। কিন্তু সেখানে কোথাও নেই অনুব্রত মণ্ডলের ছবি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,বীরভূমে তৃণমূলের কর্মসূচি। অথচ সেখানে কেষ্ট মণ্ডলের ছবি থাকবে না এটা শেষ কবে দেখেছে বীরভূম সেটাই এখন জোর চর্চার। কিন্তু প্রশ্ন উঠেছে কেন বীরভূমে তৃণমূলের কর্মসূচিতে অনুব্রত মণ্ডলের ছবি রাখছে না তৃণমূল? তবে কি এটাও শাসকের বিশেষ কৌশল?

এনিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনেকের মতে, আসলে তৃণমূলের কর্মসূচির তোরণে যদি জেলবন্দির অনুব্রতর ছবি থাকে তবে প্রভাবশালী তকমায় ফের ভূষিত হতে পারেন তিনি। এর জেরে অনুব্রতর জামিন পেতে সমস্য়া হতে পারে। সেকারণেই কি তোরণ থেকে সুকৌশলে জেলবন্দি অনুব্রতর ছবি সরিয়ে রাখা হয়েছে? নাকি অনুব্রতর ছবি তোরণে থাকলে জনমানসে খারাপ প্রভাব পড়তে পারে তার জেরেই এই কৌশল?

এদিকে এর আগে অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলে উল্লেখ করেছিলেন ফিরহাদ হাকিম। এমনকী জেল থেকে বের হলে বীরের সম্মান দেওয়ার কথা জানিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বীরের ছবি কেন তোরণে থাকছে না?

এমনকী মমতার মঞ্চেও অনুব্রতর ছবি থাকবে না বলে খবর। এমনকী সভাস্থলেও অনুব্রতর প্রসঙ্গ যাতে না তোলা হয় সেব্যাপারেও দলের অন্দরে চর্চা চলছে বলে সূত্রের খবর। মূলত প্রভাবশালী তকমা এড়াতেই এই কৌশল বলে মনে করা হচ্ছে। এখানেই প্রশ্ন অনুব্রতকে পদ থেকে সরাতে কেন পদক্ষেপ নিচ্ছে না দল?

এদিকে এনিয়ে সাংসদ সৌগত রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি তো বর্তমানে জেলবন্দি রয়েছেন। তাঁর ছবি কেন থাকবে?

এদিকে গোটা ঘটনায় তীব্র কটাক্ষ করছেন বিজেপি নেতৃত্ব। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে এখনও জেলবন্দি অনুব্রত মণ্ডল। সেকারণে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না দল। তবে অনেকের মতে এখনও জেলায় দলের শেষ কথা বলেন অনুব্রতই। তাঁর কথা ছাড়া বীরভূমে গাছের একটি পাতাও নড়ে না। সেই অনুব্রতর ছবিই নেই তৃণমূলের তোরণে। সেটাও কি অনুব্রতর নির্দেশেই?

 

বন্ধ করুন