কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশ করা তালিকায় রাজ্যের ১১টি জেলায় করোনা সংক্রমণের প্রকোপ থাকলেও আপাতত বাকি জেলাগুলি গ্রিন জোনের আওতায় রাখা হয়েছে।
‘গ্রিন জোন’-এর অন্তর্ভুক্ত হয়েছে সেই সমস্ত জেলা, যেখানে সংক্রমণের হার তুলনায় কম। অর্থাৎ, যে সমস্ত জেলায় গত ২৮ দিনে কোনও নতুন সংক্রমণের খবর পাওয়া যায়নি, সেই জেলাগুলিকে গ্রিন জোনভুক্ত করা হয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিং।
আগামী ২০ এপ্রিল পর্যন্ত এই জেলাগুলিতে নতুন কোনও সংক্রমণের খবর না পাওয়া গেলে লকডাউন নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।
রাজ্যের যে ৪ টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রক, সেই জেলাগুলিতে নিষেধাজ্ঞা কড়াকড়ির পাশাপাশি নিয়মিত নজরদারি থাকবে। তবে গ্রিন জোনের অন্তর্ভুক্ত জেলাগুলিতেও নজরদারিতে কোনও রকম ঢিলেমি রাখা চলবে না।
নির্ধারিত সময়ের মধ্যে সংক্রমণের হার বাড়লে সেই সমস্ত জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হতে পারে বলে জানা গিয়েছে।