পিনাকী ভট্টাচার্য
SJDAর চেয়ারম্যান পদে ফের একবার রদবদল করায় তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, SJDAর মতো প্রশাসনিক দফতরকে নিয়ে রাজনৈতিক স্বার্থে টেবিল টেনিস খেলছে তৃণমূল। শিলিগুড়ি - জলপাইগুড়ি তথা গোটা উত্তরবঙ্গের উন্নয়নের কোনও ভাবনা নেই এদের। এমনকী উত্তরবঙ্গে তৃণমূলের কোনও ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন - তিলক কেটে আসতে বারণ ছাত্রীকে, তীব্র বিক্ষোভের মুখে সুর নরম মুর্শিদাবাদের স্কুলের
পড়তে থাকুন - বিধানসভার অফিসের কম্পিউটারে চলছে গেম, দিলীপ ঘোষের ‘অভিযান’এ ধরা পড়ল হাতে নাতে
শুক্রবার আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকে SJDAর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছে নবান্ন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দার্জিলিংয়ের জেলাশাসককে। শনিবার সকালে এই নিয়ে ফোনে শংকরবাবু হিন্দুস্তান টাইমসকে জানান, ‘SJDA তথা গোটা উত্তরবঙ্গকে নিয়ে পিং পং বলের মতো খেলছে তৃণমূল। সরকারি প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তারা। এতে ওই প্রতিষ্ঠানগুলি গঠনের প্রকৃত উদ্দেশ ব্যর্থ হচ্ছে। এতেই স্পষ্ট উত্তরবঙ্গের উন্নয়নে তৃণমূলের কোনও সদিচ্ছা নেই।’
উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের কটাক্ষ করে শংকরবাবু বলেন, ‘উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের নিয়ে কালীঘাট আর নবান্নে বসে টেবিল টেনিস খেলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, দক্ষিণবঙ্গের মডেলে উত্তরবঙ্গ দখল করবেন। কিন্তু সেটা হবে না। উত্তরবঙ্গের মানুষ অনেক সচেতন। আর উত্তরবঙ্গের কোনও তৃণমূল নেতার চোখে চামড়া থাকলে SJDAর চেয়ারম্যান পদে বসা উচিত নয়। আর সৌরভবাবুরও বোঝা উচিত উত্তরবঙ্গে তৃণমূলের আর কোনও ভবিষ্যৎ নেই।’
আরও পড়ুন - প্রভাবশালী বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিল শাহজাহান, আদালতে জানাল ED
লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে হেরেছে তৃণমূল। তার ১০ দিনের মধ্যে সেখানকার প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকে SJDAর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিল তৃণমূল সরকার। নতুন চেয়ারম্যান হিসাবে দার্জিলিংয়ের পরাজিত তৃণমূল প্রার্থী গোপাল লামার নাম উঠে আসছে।