HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > BSF on Border Situation: বাংলাদেশ থেকে আসার জন্য সংখ্যালঘুদের ঢল নামেনি, 'গুজব' উড়িয়ে বলল BSF

BSF on Border Situation: বাংলাদেশ থেকে আসার জন্য সংখ্যালঘুদের ঢল নামেনি, 'গুজব' উড়িয়ে বলল BSF

বিএসএফের তৎপরতায় বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের বাড়ি ফেরানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। অন্তত ৩৫জন তাদের বাড়ি ফিরে যান। বিএসএফ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। '

জলপাইগুড়ি সীমান্তে এভাবেই জড়ো হয়ে গিয়েছিলেন বাংলাদেশীরা।

বাংলাদেশে ভয়াবহ অস্থিরতা। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকার গড়ার জন্য় শপথগ্রহণের কথা বলা হয়েছে। তার মধ্য়েই ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বহু বাংলাদেশী উত্তরবঙ্গের একাধিক সীমান্ত পথে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে খবর। 

এবার প্রশ্ন উঠছে কেন তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন? শুধু মাত্র বাংলাদেশের সংখ্য়ালঘু হিন্দুরাই কি ভারতে চলে আসার চেষ্টা করছেন? 

এনিয়ে বিএসএফের তরফে গোটা বিষয়টি পরিষ্কার করা হয়েছে। 

বিএসএফ তাদের বিবৃতিতে জানিয়েছে, ৭ অগস্ট ২০২৪ বিকালের দিকে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিকদের দেখা যায় যে তারা আন্তর্জাতিক সীমান্তের কাছে চলে এসেছেন। মূলত আন্দোলনকারীরা হামলা চালাতে পারে এই আশঙ্কায় তারা ওখানে জড়ো হয়েছিলেন। বিএসএফ নজরদারি বাড়িয়ে দেয়। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। দ্রুত পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেয়। সীমান্তের সুরক্ষা যথাযথ রাখা ও জড়ো হওয়া বাংলাদেশী নাগরিকদের সুরক্ষার বিষয়টি দেখা হয়েছে। 

'একটি সেক্টরে বিএসএফের তৎপরতায় বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের বাড়ি ফেরানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। অন্তত ৩৫জন তাদের বাড়ি ফিরে যান। বিএসএফ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। '

অপর একটি সেক্টরে বাংলাদেশের একদল মানুষ আইবির কাছে এসেছিল। কিছুটা সমস্যা হয়েছিল। এরপরই বিএসএফ দ্রুত পদক্ষেপ নেয়। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। গ্রামবাসীরা তাঁদের গ্রামে ফিরে গিয়েছেন। বিএসএফ হাই অ্যালার্টে রয়েছে। 

অপর একটি ক্ষেত্রে প্রচুর বাংলাদেশি বর্ডারের কাছে জড়ো হয়ে যান। বিএসএফ দ্রুত ব্যবস্থা নেয়। বিজিবির সহযোগিতায় ভিড় সরিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক বর্ডারে যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা হয়েছে। 

সেই সঙ্গেই বিএসএফের তরফে বলা হয়েছে, কিছু গুজবের সঙ্গে ব্যাপারটি মিলছে না, বিএসএফ গোটা বিষয়টি পরিষ্কার করে বলছে যে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্য়ালঘু মানুষ ভারতীয় সীমান্তের দিকে চলে আসছে তেমনটা হচ্ছে না। স্থানীয় স্তরে অস্থিরতার জেরে কিছু মানুষ জড়ো হয়েছিলেন। বিএসএফ বিজিবি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের বাড়ি ফেরাতে সবরকম উৎসাহ দিয়েছে। 

বিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার  সীমান্ত সুরক্ষা যথাযথ রাখতে ও সীমান্ত এলাকায় প্রত্যেক মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। গোটা পরিস্থিতির উপর সবরকমভাবে নজর রাখছে বিএসএফ। 

সীমান্তের পরিস্থিতি ঠিক কী রকম সেটা বিবৃতি দিয়ে পরিষ্কার করে দিয়েছে বিএসএফ। পাশাপাশি কেবলমাত্র সংখ্য়ালঘু হিন্দুরা তাড়া খেয়ে বাংলাদেশ থেকে চলে আসছেন তেমনটা নয় বলেও এদিনের একাধিক ঘটনার কথা উল্লেখ করে সাফ জানিয়ে দিয়েছে বিএসএফ। 

বাংলার মুখ খবর

Latest News

'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন সিবিআই দফতরে রাজ্য পুলিশের কর্তা, সেই ডিসি নর্থ! বেরোলেন ঘণ্টাখানেক পরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ