বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‌একইদিনে করোনায় মৃত্যু নোদাখালি থানার আইসি এবং মন্দিরবাজারের বিডিও–র, শোকের ছায়া

‌একইদিনে করোনায় মৃত্যু নোদাখালি থানার আইসি এবং মন্দিরবাজারের বিডিও–র, শোকের ছায়া

নোদাখালি থানার আইসি অনিন্দ্য বসু ও মন্দিরবাজারের বিডিও সৈয়দ আহমেদ

করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন মন্দিরবাজারের সমষ্টি উন্নয়ন আধিকারিক (‌বিডিও)‌ সৈয়দ আহমেদ।

একইদিনে করোনায় মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার পুলিশ–প্রশাসনের দুই আধিকারিকের। তাঁর হলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত নোদাখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য বসু (‌৪৭)‌ ও মন্দিরবাজারের বিডিও সৈয়দ আহমেদ (‌৫৬)‌। এই দুই আধিকারিকের মৃত্যুতে জেলা তথা রাজ্যের প্রশাসনে নেমেছে শোকের ছায়া।

১২ অক্টোবর করোনা উপসর্গ নিয়ে আলিপুরের কোঠারি হাসপাতালে ভর্তি হন নোদাখালি থানার আইসি অনিন্দ্য বসু। প্রথম থেকেই জ্বর, শ্বাসকষ্ট–সহ একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার গভীর রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বাইপাসের ধারে ফর্টিজ হাসপাতালের এমারজেন্সিতে তাঁকে ভর্তি করানো হয়। গভীর রাতে সেখানেই মৃত্যু হয় ওই পুলিশ আধিকারিকের। উল্লেখ্য, মাস তিনেক আগে নোদাখালি থানারই এক কনস্টেবল করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন মন্দিরবাজারের সমষ্টি উন্নয়ন আধিকারিক (‌বিডিও)‌ সৈয়দ আহমেদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, তিনি ডায়াবেটিসে (‌হাই সুগার)‌ আক্রান্ত ছিলেন। এদিন সকালে তাঁর মৃত্যুর খবর জানান ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা।

বন্ধ করুন