কালচিনির সুভাষিনী চা–বাগানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় নানা বিষয় উঠে এসেছিল। অরণ্যের অধিকার মানুষেরও আছে। পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নিলে তাঁরা যে আসবেন না সেটাও বাতলে দিয়ে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেটা বক্সার অভয়ারণ্য নিয়ে বলে ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ক্ষোভের পরই উত্তর ২৪ পরগনার বাগদার বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রবেশমূল্য তুলে দেওয়া হল।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই একটা উদাহরণ তৈরি হল। আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে বনাঞ্চল এলাকায় পর্যটকরা ঘুরতে গেলে পকেট থেকে বাড়তি কড়ি গুনতে হচ্ছে বলে অভিযোগ পেয়েছেন তিনি বলে জানান। অতিরিক্ত অর্থ পর্যটকদের থেকে নেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরদিন প্রবেশমূল্য না নেওয়ার কথা ঘোষণা করল বাগদার বিভূতিভূষণ অভয়ারণ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা বনবিভাগ এই কথা ঘোষণা করেছে। যা প্রকাশ্যে আসার পর খুশির হাওয়া পর্যটকদের মনে। কারণ শীতে এখানে অনেকেই ঘুরতে আসেন। এবার থেকে আর টাকাও লাগবে না।
আরও পড়ুন: ‘অনেক বেশি চৌকস, এক্সপার্ট’, অভিষেককে দরাজ শংসাপত্র দিলেন বিজেপির শান্তনু
বন দফতর সূত্রে খবর, এখন থেকেই অর্থাৎ শুক্রবার থেকে পর্যটকদের আর প্রবেশ করার জন্য টাকা দিতে হবে না। সুতরাং এখানের বনাঞ্চলে এসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। মুখ্যমন্ত্রীর কথার পর যেভাবে তা বাগদার বিভূতিভূষণ অভয়ারণ্য প্রবেশমূল্য তুলে দিল তা দেখে রাজ্যের অন্যান্য বনাঞ্চল সেই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। তাতে পর্যটকরা অনেক খুশি হবেন। আর বিকাশ হবে পর্যটন ক্ষেত্রের। এতদিন এই অভয়ারণ্যে প্রবেশ করতে ১০০ টাকা মূল্য দিতে হতো। এবার তাও দিতে হবে না।
এছাড়া পর্যটকদের কথা মাথায় রেখে নতুন করে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই প্রবেশমূল্য তুলে দেওয়ার কথা উল্লেখ রয়েছে। সুতরাং এখানে যে পর্যটকশূন্য অবস্থা তৈরি হয়েছিল সেটা আর থাকবে না। এই বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা বন আধিকারিক অভিজিৎ কর বলেন, ‘এখন থেকে রাজ্যের অন্যান্য অভয়ারণ্যের মতো এই অভয়ারণ্যেও প্রবেশমূল্য লাগবে না।’ এই বিভূতিভূষণ অভয়ারণ্যের আয়তন ৯৩.৭ হেক্টর। এই জঙ্গল শিমুল, পলাশ, শিরিষ, অর্জুন–সহ নানা গাছ দিয়ে ঘেরা। শীতে এই জঙ্গলে মনোরম দৃশ্য দেখা যায়। এখানে আছে ২৫০টি হরিণ। নিরিবিলি এই অভয়ারণ্য খুব সুন্দর করে সাজানো।