উত্তরবঙ্গের বিধায়ক হামলার পর শুভেন্দু অধিকারীর পোস্টে ফিরল কোচবিহার স্মৃতি। ছবি দিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে বিরোধী দলনেতা দাবি করলেন, একই দুষ্কৃতীদের বারবার বিভিন্ন এলাকায় পাঠানো হয় বিধায়কদের উপর হামলা করার জন্য। পাশাপাশি এর সঙ্গে জুড়লেন 'সন্ত্রাসবাদ মডেল'-এর তত্ত্বও।
‘তৃণমূলের সেই এক সন্ত্রাসবাদ মডেল…’
সোমবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ একটি পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, ‘তৃণমূলের সেই এক 'সন্ত্রাসবাদ মডেল', দেখুন কাদের ব্যবহার করা হয় আজকের নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষদের ওপর এই নির্মম প্রাণঘাতী আক্রমণ ঘটাতে।’ এর পরেই তিনি ছবিতে গোল দাগ দিয়ে বেশ কয়েকজনকে চিহ্নিত করে তাদের নামও লিখে দেন সেখানে। তাঁর দাবি, এঁরাই কোচবিহারে তাঁর কনভয়ে হামলা চালিয়েছিল। পোস্টে শুভেন্দু লেখেন, ‘ঠিক যেই সব দুর্বৃত্তদের এনেছিল কোচবিহারের খাগড়াবাড়িতে আমার ওপর আক্রমণ করতে, সেই ভাবেই এখানেও একই ভাবে সেই 'বিশেষ সম্প্রদায়ের' কিছু উচ্ছৃঙ্খল আইন অমান্যকারীদের পরিকল্পিত ভাবে জড়ো করা হয় এই ঘৃণ্য অপরাধ-অরাজকতা ঘটাতে।’
আরও পড়ুন - দেশের প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার ঘটনায় সরব প্রধানমন্ত্রী, কী লিখলেন X-এ?
আরও পড়ুন - রঙের দোকান থেকে নগদে কেনা হত সিরাপের কাঁচামাল! কারখানায় হানা দিয়ে থ পরিদর্শকরা
‘মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত…’
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দুর বক্তব্য, ‘এরা নিজেরাই আতঙ্কিত যে মমতা সরকার চলে গেলে এদের বেআইনি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত যে ক্ষমতায় টিকে থাকতে হলে এদের খোলা ছাড় দিতে হবে নয় তো এরাই কোনো দিন ঘটী উল্টে দিবে।’ (বানান অপরিবর্তিত)। দুর্বৃত্তদের জন্য রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলেও দাবি করেন এর পর।
নিন্দা প্রধানমন্ত্রীরও
সোমবার উত্তরবঙ্গের বিধায়কের উপর হামলার নিন্দা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তৃণমূলের কথা উল্লেখ করে স্থানীয় আইনশৃঙ্খলার অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এই ধরনের কার্যকলাপ বন্ধ করে এই দুঃসময়ে তৃণমূলকে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন মোদী। পরে সেই পোস্ট শেয়ার করে শুভেন্দু লেখেন, তৃণমূলের এই হামলায় বিজেপির কার্যকর্তারা দমে যাবে না। তারা ত্রাণকার্য চালিয়ে যাবে।