প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। পাহাড়ি এলাকায় নেমেছে ধস। ভেঙে পড়েছে ব্রিজ। বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের সমতল এলাকায়। মহানন্দার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম। ফুঁসছেে তোর্সাও। দার্জিলিঙে ধস নেমে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। ভেঙে গিয়েছে অসংখ্য রাস্তা ও সেতু। ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। তার জেরে উত্তরবঙ্গের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? আংশিকভাবে বাতিল করা হয়েছে কোন কোন ট্রেন? কোন কোন রাস্তা বন্ধ আছে? কোন কোন রাস্তা খোলা রয়েছে? তা দেখে নিন।
কোন কোন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে?
১) তিস্তার জল এবং ধসের কারণে আপাতত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।
২) দুধিয়ায় ব্রিজ ভেঙে যাওয়ার ফলে শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।
৩) ধস নেমেছে। সেজন্য আপাতত শিলিগুড়ি-দার্জিলিং রোহিণী রোড বন্ধ করে দেওয়া হয়েছে।
৪) দার্জিলিং-কালিম্পংয়ের সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ করা আছে।
৫) একইভাবে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যেও সরাসরি যোগাযোগ ব্যবস্থাও বিধ্বস্ত হয়ে গিয়েছে।
৬) হিলকার্ট রোডে আপাতত ধস সরানোর কাজ চলছে।
কোন কোন রাস্তা খোলা আছে?
১) নল, লোহাগড় হয়ে মিরিক বা সৌরেণী থেকে শিলিগুড়িতে আসা যাচ্ছে।
২) শিলিগুড়ি-কালিম্পং পানবু রোড খোলা আছে।
৩) খোলা আছে পাঙ্খাবাড়ি রোডও।
৪) মংপু হয়ে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা আছে, সেটাও খোলা আছে আপাতত।
৫) গরুবাথান-লাভা রোডও আপাতত সচল আছে। সেখানে ধস নেমেছিল।
কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?
১) ১৫৪৮৩ আলিপুরদুয়ার-দিল্লি এক্সপ্রেস: ৫ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন।
২) ১৯৩০৬ কামাখ্যা - ড. আম্বেদকর নগর এক্সপ্রেস: ৫ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন।
৩) ০০২৩৪ সাইরাং-খাগারিয়া স্পেশাল: ৪ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন।
৪) ১৫৯৩৪ অমৃতসর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস: ৩ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন।
৫) ১৫৬২২ আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা এক্সপ্রেস: ৩ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন।
৬) ১৫৪৮৪ দিল্লি-আলিপুরদুয়ার এক্সপ্রেস: ৪ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন।
৭) ১৩১৫০ আলিপুরদুয়ার-শিলিগুড়ি এক্সপ্রেস: ৫ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন।
৮) ১২৫০৬ আনন্দ বিহার টার্মিনাল - কামাখ্যা এক্সপ্রেস: ৪ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন।
৯) ১৩১৪৯ শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস: ৪ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন।
কোন কোন ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে?
১) ১৫৭৭৭/১৫৭৭৮ নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার- নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট স্পেশাল।
২) ৭৫৭৪২ ধুবরি-শিলিগুড়ি ডেমু।
৩) ১৫৪৬৭ শিলিগুড়ি-বামনহাট এক্সপ্রেস।
৪) ৭৫৭২৫ শিলিগুড়ি জং-নিউ বঙ্গাইগাঁও ডেমু।
আংশিকভাবে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) ১৫৭৬৮ আলিপুরদুয়ার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস: ৫ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন বিন্নাগুড়ি পর্যন্ত আসবে।
২) ৭৫৭৪১ শিলিগুড়ি- ধুবরি ডেমু: ৫ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন গুলমা পর্যন্ত আসবে।
৩) ৭৫৭২৬ নিউ বঙ্গাইগাঁও-শিলিগুড়ি ডেমু: ৫ অক্টোবর যাত্রা শুরু করা ট্রেন নিউ কোচবিহার পর্যন্ত আসবে।