বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শিলিগুড়ি–সিকিমের পথে নামল ভয়ঙ্কর ধস, মূল লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক বিচ্ছিন্ন

শিলিগুড়ি–সিকিমের পথে নামল ভয়ঙ্কর ধস, মূল লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক বিচ্ছিন্ন

শ্বেতিঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়ক এখন বিচ্ছিন্ন

প্রশাসনের পক্ষ থেকে এই পূর্ত দফতরের আধিকারিক–সহ পুলিশ প্রশাসন জানাচ্ছে, ঘুর পথে যানবাহন চলাচল করার ব্যবস্থা করতে হবে। লাভার রাস্তায় দিয়ে এখন সমস্ত যানবাহনকে নিয়ে যাওয়া হচ্ছে সিকিম। পাহাড়ের ১০ নম্বর জাতীয় সড়ক অত্যন্ত উল্লেখযোগ্য পথ। সেই রাস্তা ব্যবহার করতে না পারলে খুব অসুবিধা হয় পর্যটকদের। 

আবার আজ, মঙ্গলবার পাহাড়ের লাইফলাইন সিকিম–শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। সেতিঝোড়ায় রাস্তা ধসের কারণে বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। নাগাড়ে বৃষ্টির জেরে আবার দার্জিলিং পার্বত্য এলাকায় ধস নেমেছে। একাধিক জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। আর শ্বেতিঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়ক এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই কারণে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা চরম সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে পূর্ত দফতরের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, সম্ভব হলে ১০ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলুন।

দুর্গাপুজোতে পাহাড়ে ঘুরতে যাবেন বলে যাঁরা পরিকল্পনা করে রেখেছেন তাঁদের একটু খোঁজ নিয়ে পাহাড়ে পাড়ি দেওয়া উচিত। একটু বাড়তি সাবধানতা নিয়ে সেখানে যেতে হবে। কারণ দশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যখন তখন নেমে যাচ্ছে ধস। ‌তবে পূর্ত দফতর এই ধস নামার পক আশ্বাস দিয়েছে যে, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেটা শেষ হয়ে গেলে ছোট গাড়ি এখান দিয়ে চলাচল শুরু করতে পারবে। যদিও এখানে মাঝেমধ্যেই যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যায় পড়ছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পর্যটকরা।

আরও পড়ুন:‌ বাংলার হোটেল ম্যানেজমেন্টের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু গুজরাটে, ফোন এল আত্মহত্যার

স্থানীয় সূত্রে খবর, গত সপ্তাহ থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। কিছু ক্ষেত্রে ভারী বৃষ্টিও হয়েছে। আর তার জেরে দার্জিলিং, কালিম্পংয়ের রাস্তাগুলিতে ধস নেমেছে। শ্বেতিঝোরার কাছে ধস নামায় রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। তাই এখানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার বিকেল থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই কারণে শিলিগুড়ি থেকে সিকিম যেতে হচ্ছে ঘুরপথে। গরুবাথান, লাভা হয়ে কালিম্পং, রংপো রুট দিয়ে যাতায়াত করতে হচ্ছে এখন। ১০ নম্বর জাতীয় সড়ক মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করা যাবে না। ততক্ষণ এই বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

এছাড়া প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই এই পূর্ত দফতরের আধিকারিক–সহ পুলিশ প্রশাসন জানাচ্ছে, ঘুর পথে যানবাহন চলাচল করার ব্যবস্থা করতে হবে। লাভার রাস্তায় দিয়ে এখন সমস্ত যানবাহনকে নিয়ে যাওয়া হচ্ছে সিকিম। পাহাড়ের ১০ নম্বর জাতীয় সড়ক অত্যন্ত উল্লেখযোগ্য যোগাযোগ পথ। সেই রাস্তা ব্যবহার করতে না পারলে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় পর্যটকদের। তবে মহকুমা প্রশাসন, পূর্ত দফতর ভাঙা রাস্তা মেরামতির কাজে নেমেছে। আজ, মঙ্গলবারও কাজ চলছে রুদ্ধশ্বাস গতিতে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.