বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নাগাড়ে বৃষ্টিতে পাহাড়–সমতলে জনজীবন বিপর্যস্ত, সিকিমে মরশুমের প্রথম তুষারপাত

নাগাড়ে বৃষ্টিতে পাহাড়–সমতলে জনজীবন বিপর্যস্ত, সিকিমে মরশুমের প্রথম তুষারপাত

ধসের জেরে বিচ্ছিন্ন নানা জায়গা।

কালিম্পংয়ে একাধিক জায়গায় ধস নামার পাশাপাশি বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাম তো বটেই শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ নেই। চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। ভারী বৃষ্টিপাতের জেরে মিরিকে থার্বু এলাকায় ধসের ফলে ভেঙে পড়ল একটি বাড়ি। শিলিগুড়িতেও চলছে নাগাড়ে বৃষ্টি। জলমগ্ন হয়ে পড়েছে নানা ওয়ার্ড।

বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় নাগাড়ে বৃষ্টি। কখনও ভারী আবার কখন অতিভারী বৃষ্টিপাতে সমতলের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তারপর পাহাড়ে নেমেছে ধস। আজ, শুক্রবার পাহাড়–সহ সমতলের বিভিন্ন নদীতে বাড়তে শুরু করেছে জলস্তর। তিস্তা মহানন্দা, তোর্সা, জলঢাকা–সহ একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে আবহাওয়া দফতরের পক্ষ থেকে আজ উত্তরবঙ্গজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এমনকী লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই আবহে মরশুমের প্রথম তুষারপাত দেখা দিয়েছে সিকিমে। উত্তর সিকিমের ছাঙ্গু ও চোপতা ভ্যালি আজ সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে।

এই দু’‌দিকের এই আবহাওয়া দেখে অনেকেই বলছেন, কারও পৌষ মাস কারও সর্বনাশ। কারণ শুক্রবার সকাল থেকেই পাহাড় ও সমতলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আর দুর্গাপুজোর আগে পাহাড়ে পর্যটকের আনাগোনা চলছে। সকালে দার্জিলিংয়ের ম্যালে পর্যটকদের দেখা গেল ছাতা নিয়ে ঘুরতে। তবে পাহাড়–সহ সমতলের ক্রমশ বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। কালিম্পং প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়ে। ধসের জেরে বিচ্ছিন্ন নানা জায়গা। ধসের পাশাপাশি বিরিকদাড়া, শ্বেতিঝোরার মতো এলাকাগুলিতে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় নতুন করে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। মিরিক রোড, দুধিয়া–পানিঘাটা, দার্জিলিংয়ের সুখিয়াপোখরি–সহ কয়েকটি জায়গায় ধস নামায় রাস্তা।

আরও পড়ুন:‌ ‘‌আমার মক্কেল এখন প্রভাবশালী নন’‌, পার্থর জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে যুক্তি আইনজীবীর

সেখানে সিকিমে বরফ দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। মরশুমের প্রথম তুষারপাত দেখে অনেকে সেলফি নিচ্ছেন। আবার শীতের চাদরে মুড়ে প্রকৃতির কোলে ঘুরে বেড়াচ্ছেন। অথচ দার্জিলিং থেকে জলপাইগুড়ি ভাসছে। তিস্তায় জল বাড়তে শুরু করেছে। তার জেরে রাজগঞ্জ ব্লক, ক্রান্তি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তাপাড়ের নিচু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। জলপাইগুড়ি শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলপাইগুড়ি সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, ‘‌তিস্তার পরিস্থিতির দিকে নজর রেখে শুক্রবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, জলপাইগুড়ি জেলা পুলিশ ও বিডিওদের ভার্চুয়াল বৈঠক হয়। প্রাথমিকভাবে সমস্ত কর্মীদের হেড কোয়ার্টার না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’‌

এছাড়া কালিম্পংয়ে একাধিক জায়গায় ধস নামার পাশাপাশি বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই গ্রাম তো বটেই শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ নেই। সবমিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। ভারী বৃষ্টিপাতের জেরে মিরিকে থার্বু এলাকায় ধসের ফলে ভেঙে পড়ল একটি বাড়ি। শিলিগুড়িতেও চলছে নাগাড়ে বৃষ্টি। ফলে জলমগ্ন হয়ে পড়েছে নানা ওয়ার্ড। আগামীকাল ২৮ তারিখ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। উত্তরবঙ্গের সব জায়গাতেই বৃষ্টিপাত হবে। ইতিমধ্যেই এনডিআরএফ ও সিভিল ডিফেন্সকে নামানো হয়েছে। সেখানে উত্তর সিকিম ঢেকেছে বরফে।

বাংলার মুখ খবর

Latest News

ডার্বিতে হার ইস্টবেঙ্গলের, ফের একবার রেফারিং নিয়ে প্রশ্ন তুলে চিঠি ফেডারেশনকে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন নাগাল এবং সিসিপাস বেশি দেখাচ্ছে ততটা হয়নি! বাংলাদেশে হিন্দু নির্যাতন! সব মানতে নারাজ সিদ্দিকুল্লা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ হতে পারে রোহিতের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার: রিপোর্ট শত ব্যবহারেও ময়লা হবে না লেপ-কম্বল, লাগবে না দাগ; জেনে নিন এই কায়দা কুম্ভমেলায় পুণ্যস্নানে প্রথমেই ডুব ৫০ লক্ষ পুণ্যার্থীর, সংখ্যা আরও বাড়তে পারে ‘আমায় ছেড়ে দাও মা’,দাবানলের মাঝে বলেছিলেন সেরিব্রাল পালসি আক্রান্ত অভিনেতা!… ন্যূনতম EPS পেনশন ৭.৫ গুণ বাড়ানো হতে পারে কেন্দ্রীয় বাজেটে? বড় দাবি রিপোর্টে চন্দ্রমৌলির ‘মৃত মুখ’ দেখবেন না! প্রাক্তন সহকর্মীর আত্মহত্যা, কী লিখলেন রূপম? BGT 2024-25: হারের পরেও এই সিরিজ জীবন বদলে দিয়েছে- অভিজ্ঞতা শেয়ার করলেন নীতীশ

IPL 2025 News in Bangla

পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব ১১ জানুয়ারি আগরকরদের বৈঠক! বাদ যেতে পারেন জাদেজা! শামিকে দিতে হবে পরীক্ষা পিছিয়ে গেল PSL 2025-র ড্রাফটের তারিখ! লড়াইয়ে IPL 2025-এর অবিক্রিত ক্রিকেটাররা স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে ৩৯১ রান! যশস্বীর প্রশংসায় অজি ওপেনার! কুর্নিশ ভনেরও…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.