বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বেড়ানোর সঙ্গে মাছ ধরার ব্যবস্থা, গজলডোবার ভোরের আলোতে ভেস্তে গেল প্রকল্প

বেড়ানোর সঙ্গে মাছ ধরার ব্যবস্থা, গজলডোবার ভোরের আলোতে ভেস্তে গেল প্রকল্প

ভোরের আলো পর্যটনকেন্দ্রে বেড়াতে যান অনেকেই। সৌজন্যে পর্যটন দফতর।

পর্যটন দফতর সূত্রে খবর, প্রায় ২০০ একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই পর্যটনকেন্দ্র। শিলিগুড়ি থেকে প্রায় ১৫ কিমি দূরে। ভোরের বেলা এই জায়গা আরও অপরূপ হয়ে ওঠে। এখানে থাকার মতো একাধিক কটেজ রয়েছে। সবুজে সবুজ গোটা এলাকা। নির্জনে কাটিয়ে দিতে পারেন কয়েকটা দিন।

শিলিগুড়ির গজলডোবাকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। পাহাড়ে বা ডুয়ার্সে বেড়াতে যাওয়া পর্যটকরা অনেক সময় এই পর্যটন কেন্দ্রে ঘুরে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও ভোরের আলোতে এসে থেকেছেন। সেই পর্যটনকেন্দ্রের মধ্যে ফিশিং ডেক তৈরির ব্যাপারে পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছে সেই বিশেষ প্রকল্প। এবার জেনে নেওয়া যাক ফিসিং ডেক ব্যাপারটি কী?

আসলে মৎস্য ধরিব খাইব সুখে এই আপ্ত বাক্যটি বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর সেই বেড়ানোর সঙ্গে মাছ ধরার বিষয়টি জুড়ে দিতে চেয়েছিল পর্যটন দফতর। বিদেশে এমনকী দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে এই ধরনের ব্যবস্থা রয়েছে। সেখানে একটি দিঘি বা পুকুরকে কেন্দ্র করে মাছ ধরার ব্যবস্থা থাকে। সেখানেই পর্যটকরা জড়ো হন। অলস সময় কাটান। মাছ ধরেন। সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তেমনই ফিশিং ডেক তৈরির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এখনই তা বাস্তবায়িত করা যাচ্ছে না। কিন্তু কেন এই প্রকল্প শেষ পর্যন্ত বাস্তবে রূপ দেওয়া যাচ্ছে না?

সূত্রের খবর, ভোরের আলোতে ফিসিং ডেক তৈরির জন্য টেন্ডার ডাকা হয়েছিল। গত ২৩ ফেব্রুয়ারি পর্যটন দফতর এই টেন্ডার আহ্বান করে। ২৭ মার্চ সময়সীমা ধার্য করা হয়। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও দেখা যায় এনিয়ে কেউই কাজ করতে আগ্রহ দেখায়নি। ৯ লাখ টাকায় এই কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

ভোরের আলোতে একটি ভিভিআইপি কটেজ রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী অতীতে থেকেছেন। তার পাশের একটি বড় পুকুরে পর্যটকদের জন্য মাছ ধরার ব্যবস্থা করার ব্যাপারে ভাবা হয়েছিল। লোহা ও কংক্রিট দিয়ে সেখানে মাছ ধরার পাটাতন তৈরির কথা ভাবা হয়েছিল। সেখানেই মাছ ধরার সুযোগ পেতেন পর্যটকরা।একদিকে মাছ ধরার সুযোগও মিলবে। আবার অন্য়দিকে ভোরের আলোতে বসে অলস সময়ও কাটানো যাবে। মোটের উপর প্রকৃতির মাঝে কয়েকদিন কাটিয়ে দেওয়ার সুযোগ মেলে ভোরের আলোতে। তার সঙ্গেই যুক্ত হয়েছিল মাছ ধরার পরিকল্পনা। কিন্তু শেষ পর্যন্ত গোড়াতেই ভেস্তে গেল পরিকল্পনা।

পর্যটন দফতর সূত্রে খবর, প্রায় ২০০ একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই পর্যটনকেন্দ্র। শিলিগুড়ি থেকে প্রায় ১৫ কিমি দূরে। ভোরের বেলা এই জায়গা আরও অপরূপ হয়ে ওঠে। এখানে থাকার মতো একাধিক কটেজ রয়েছে।

 

বাংলার মুখ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.