বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জোড়া ধাক্কায় ৩১ স্পেশাল ট্রেন বাতিল রেলের, দেখে নিন পুরো তালিকা

জোড়া ধাক্কায় ৩১ স্পেশাল ট্রেন বাতিল রেলের, দেখে নিন পুরো তালিকা

৩১ টি ট্রেন বাতিল করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

দেখে নিন পুরো তালিকা।

করোনাভাইরাসের বাড়বাড়ন্তে যাত্রী সংখ্যা কম। সেজন্য ন'জোড়া (১৮টি) বিশেষ ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। যা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে রেললাইনের রক্ষণাবেক্ষণের কারণে নির্দিষ্ট দিনে আরও ১৩ টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে রেল। 

একনজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা -

১) ০৫৪৬৭ শিলিগুড়ি-বামনহাট ইন্টারসিটি স্পেশাল (১৩ মে থেকে বাতিল)।

২) ০৫৪৬৮ বামনহাট-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

৩) ০৫৮১১ ধুবরি-গুয়াহাটি এক্সপ্রেস স্পেশাল (১৩ মে থেকে বাতিল)।

৪) ০৫৮১২ গুয়াহাটি-ধুবরি এক্সপ্রেস স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

৫) ০৫৭৬৭ শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

৬) ০৫৭৬৮ শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি স্পেশাল (১৩ মে থেকে বাতিল)

৭) ০৫৭১৯ কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

৮) ০৫৭২০ শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি স্পেশাল (১৩ মে থেকে বাতিল)।

৯) ০৫৭৪৯ নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি প্যাসেঞ্জার স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

১০) ০৫৭৫০ হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

১১) ০৫৭৫১ নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

১২) ০৫৭৫২ হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

১৩) ০৫৮১৫ গুয়াহাটি-ডেকারগাঁও ইন্টারসিটি স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

১৪) ০৫৮১৫/১৬ ডেকারগাঁও-গুয়াহাটি ইন্টারসিটি স্পেশাল (১২ মে থেকে বাতিল) ।

১৫) ০৭৫৪১ শিলিগুড়ি-ইন্টারসিটি স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

১৬) ০৭৫৪২ ধুবরি-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

১৭)  ০৭৫২৫ শিলিগুড়ি-বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল (১২ মে থেকে বাতিল)।

১৮) ০৭৫২৬ বঙ্গাইগাঁও-শিলিগুড়ি ডেমু স্পেশাল (১৩ মে থেকে বাতিল)।

 ১৯) ০৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস (১৪ এবং ১৫ মে বাতিল)।

২০) ০৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস (১৬ মে বাতিল)।

২১) ০৫৯৬১ হাওড়া- ডিব্রুগড় এক্সপ্রেস (১৭ মে থেকে বাতিল)।

২২) ০৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস স্পেশাল (১৩ থেকে ১৭ মে বাতিল)

২৩) ০৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৮ মে বাতিল)

২৪) ০৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস স্পেশাল (১৩ থেকে ১৭ মে বাতিল)

২৫) ০৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৮ মে বাতিল)

২৬) ০৩১৬৩ শিয়ালদহ-সহর্সা এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৭ মে বাতিল)।

২৭) ০৩১৬৪ সহর্সা-শিয়ালদহ এক্সপ্রেস স্পেশাল (১৫ থেকে ১৮ মে বাতিল)।

২৮) ০৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৭ মে বাতিল)।

২৯) ০৩১৪৬ রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস স্পেশাল (১৫ থেকে ১৮ মে বাতিল)।

৩০) ০৩০৬৩ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস স্পেশাল (১৩, ১৪ এবং ১৭ বাতিল)।

৩১) ০৩০৬৪ বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস স্পেশাল (১৩, ১৪ এবং ১৭ বাতিল)।

বাংলার মুখ খবর

Latest News

স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.